হোম > ইসলাম

ইমামের দায়িত্ব ও মর্যাদা

ইসমাঈল সিদ্দিকী

ইমামতি অত্যন্ত মর্যাদাপূর্ণ দায়িত্ব। ইমাম সমাজের সবার সম্মানের পাত্র। প্রত্যেক মুসলমানের প্রাতিষ্ঠানিক শিক্ষার যাত্রা শুরু হয় মক্তবশিক্ষার মধ্য দিয়ে। আর মক্তবে সাধারণত ইমামরাই শিক্ষক হয়ে থাকেন। প্রায় সময় সমাজে নানারকম বিশৃঙ্খলা বিরাজ করে।

সেই বিশৃঙ্খলা রোধে ইমামগণ বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকেন। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) ইমাম ছিলেন। যত দিন বেঁচে ছিলেন, এই মহান দায়িত্ব তিনিই পালন করেছেন। যুগে যুগে যাঁরাই এই মহান দায়িত্ব আঞ্জাম দেবেন, তাঁরা নবীজির দোয়া লাভে ধন্য হবেন।

এরশাদ হয়েছে, ‘ইমাম (নামাজের সার্বিক) জিম্মাদার। আর মুয়াজ্জিন আমানতদার। হে আল্লাহ, ইমামদের সঠিক পথ প্রদর্শন করুন এবং মুয়াজ্জিনদের ক্ষমা করুন।’ (তিরমিজি: ২০৭)

ইমামের মর্যাদা প্রসঙ্গে হাদিসে এসেছে, হজরত ইবনে ওমর (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘তিন ব্যক্তি কিয়ামতের দিন মেশকের কস্তুরির স্তূপের ওপর থাকবে—এক. যে ক্রীতদাস আল্লাহ ও তার প্রভুর হক ঠিকমতো আদায় করে, দুই. যে ব্যক্তি কোনো জাতির ইমামতি করে আর তারা তার প্রতি সন্তুষ্ট এবং তিন. যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের জন্য প্রতি দিন ও রাতে আজান দেয়।’ (তিরমিজি: ১৯৮৬) 
ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ। এতে নেতৃত্ব দিয়ে থাকেন ইমাম। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, ‘অনুসরণ করার জন্যই ইমাম নির্ধারণ করা হয়। কাজেই তাঁর বিরুদ্ধাচরণ করবে না। তিনি যখন রুকু করেন, তখন তোমরাও রুকু করবে।

তিনি যখন ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলেন, তখন তোমরা ‘রাব্বানা ওয়ালাকাল হামদ বা রাব্বানা লাকাল হামদ’ বলবে। তিনি যখন সিজদা করবেন, তখন তোমরাও সিজদা করবে। তিনি যখন বসে সালাত আদায় করেন, তখন তোমরাও বসে সালাত আদায় করবে। আর তোমরা সালাতে কাতার সোজা করে নেবে। কেননা কাতার সোজা করা সালাতের সৌন্দর্যের অন্তর্ভুক্ত।’ (বুখারি: ৭২২)

লেখক: ইসলামবিষয়ক গবেষক 

বেফাক পরীক্ষা: কওমি মাদ্রাসার বছর শেষের উৎসবমুখর পড়াশোনা

সাহাবিদের অনন্য ৮ গুণ

রোগব্যাধি ও বিপদ-আপদে মুমিনের করণীয়

আজকের নামাজের সময়সূচি: ১৩ জানুয়ারি ২০২৬

গিবতের ভয়াবহ ৬ কুফল

আজকের নামাজের সময়সূচি: ১২ জানুয়ারি ২০২৬

নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত

প্রবাসীদের নিয়ে শায়খ আহমাদুল্লাহর ভিন্নধর্মী আয়োজন

তওবা: মুমিনের নবজাগরণের পথ

আজকের নামাজের সময়সূচি: ১১ জানুয়ারি ২০২৬