হোম > ইসলাম

দোয়া ও মোনাজাতে কাটুক রমজান

ইসলাম ডেস্ক

মুমিনের জীবনের সবকিছুর নিয়ন্তা মহান আল্লাহই। তাই তাঁর কাছেই বিশ্বাসীদের আশ্রয় চাইতে হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে আমরা মূলত নিজেদের অক্ষমতা এবং মহান আল্লাহর সর্বময় ক্ষমতার স্বীকৃতি দিই। এতে তিনি ভীষণ খুশি হন এবং বান্দার আরজি পূর্ণ করেন। আর রমজানে তিনি বান্দার প্রতি সবচেয়ে বেশি দয়ার্দ্র থাকেন। তাই রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে তাঁর দরবারে কায়মনোবাক্যে দোয়া করা বড় ইবাদত।

পবিত্র কোরআনে মহান আল্লাহ নিজেই বলেছেন, ‘তোমরা আমাকে ডাকো। আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: ৬০) এ থেকে বোঝা যায়, বান্দার দোয়া কখনো বৃথা যায় না। কখনো কখনো মনে হয়, আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না। কিন্তু যখন আমরা জানব, আমাদের প্রতিটি দোয়ার বিনিময়ে আল্লাহ কী কী রেখেছেন, তখন আর কোনো হতাশা কাজ করবে না। নবী (সা.) বলেন, ‘কোনো মুসলমান যখনই কোনো দোয়া করে, যেখানে গুনাহ-সংক্রান্ত আবদার কিংবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা নেই—আল্লাহ তাআলা সেই দোয়ার বিনিময়ে তিনটি বিষয় থেকে যেকোনো একটি বিষয় অবশ্যই দান করেন। এক. তার কাঙ্ক্ষিত আবেদন তাড়াতাড়ি পূর্ণ করেন। দুই. তার সওয়াব আখিরাতের জন্য সংরক্ষণ করেন। তিন. দুনিয়াতে অনুরূপ কোনো অনিষ্ট থেকে রক্ষা করেন।’ (মুসনাদে আহমদ)

দোয়া কবুলের সবচেয়ে শ্রেষ্ঠ কয়েকটি মুহূর্ত রয়েছে। তাঁর মধ্যে রমজান অন্যতম। জুমার দিন সূর্য ডোবার আগমুহূর্তেও আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের সময়ও তিনি বান্দাকে নিরাশ করেন না। এ ছাড়া সিজদারত অবস্থায়, আজানের সময়ে, আজান-একামতের মধ্যবর্তী সময়ে, সকাল-সন্ধ্যায়, ইফতারের মুহূর্তও দোয়া কবুলের সেরা সময়।

জমাদিউস সানির দ্বিতীয় জুমা: মুমিনের করণীয়

মসজিদগুলো হয়ে উঠুক শিশুবান্ধব

ফুটপাতে পথশিশুদের হিমশীতল রাত

ফরজ গোসলের সময় নারীদের চুল ধোয়ার বিধান

শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামার হারিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়

আজকের নামাজের সময়সূচি: ০৫ ডিসেম্বর ২০২৫

দাওয়াতুল হকের মারকাজি ইজতেমা শনিবার

একের পর এক ভূমিকম্প মুমিনকে যে সতর্কবার্তা দিয়ে যাচ্ছে

স্ত্রীর সঙ্গে ভালোবাসার গভীরতা বাড়াবে যে সুন্নাহ

আজকের নামাজের সময়সূচি: ০৪ ডিসেম্বর ২০২৫