হোম > ইসলাম

জীবের প্রতি দয়া ইবাদত

ড. এ এন এম মাসউদুর রহমান

আল্লাহ তাআলার সব সৃষ্টি একটি পরিবার সমতুল্য। তাদের প্রতি দয়া করা ইবাদত। চাই তা জীবজন্তু হোক আর পোকামাকড় হোক। সবার প্রতি দয়া করা ও কোমল হওয়ার নির্দেশ দেয় ইসলাম। মহানবী (সা.) বলেন, ‘যে দয়া করে না, সে দয়া পায় না।’ (বুখারি)

আমাদের গৃহপালিত সব পশুপাখির বসবাস ও পানাহারের ব্যবস্থা করা, তাদের প্রতি কঠোরতা আরোপ না করা ইমানদারের অন্যতম দায়িত্ব। কিয়ামতের দিন এ ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। মহানবী (সা.) বলেন, ‘এ সকল নির্বাক পশুর ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। সুস্থ-সবল পশুদের ওপর আরোহণ করো এবং তাদের ভালোভাবে খাওয়াও।’

এমনকি গৃহপালিত ছাড়াও তুচ্ছ কোনো প্রাণী হলেও তাদের প্রতি দয়া করা, তাদের খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেয় ইসলাম। হাদিসে এসেছে, একদিন মহানবী (সা.) ইসলামপূর্ব একটি ঘটনা উল্লেখ করেন। যেখানে এক ব্যক্তি একটি পিপাসার্ত কুকুরকে পানি পান করিয়ে আল্লাহর ক্ষমা লাভ করেন। এ ঘটনা শুনে সাহাবিগণ জিজ্ঞাসা করেন, ‘হে আল্লাহর রাসুল, প্রাণীর প্রতি দয়া প্রদর্শন করলেও কি পুরস্কার রয়েছে?’ তিনি বললেন ‘হ্যাঁ, প্রত্যেক দয়ালু অন্তরের অধিকারীর জন্য পুরস্কার রয়েছে।’ (বুখারি)

জীবের প্রতি অমানবিক হওয়া গুনাহের কাজ, যা ব্যক্তিকে জাহান্নামি করতে পারে। মহানবী (সা.) বলেন, ‘এক নারী একটি বিড়ালকে বেঁধে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেয়। সেই অপরাধে তাকে শাস্তি দেওয়া হয় এবং তাকে জাহান্নামি বলে ঘোষণা করা হয়। কারণ, সে বিড়ালের খাবারের ব্যবস্থা করেনি এবং তাকে ছেড়েও দেয়নি।’ (বুখারি ও মুসলিম) 

ড. এ এন এম মাসউদুর রহমান, অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

দুশ্চিন্তা ও মানসিক চাপ দূর করার দোয়া

হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল: অর্থ, ফজিলত ও আমলের নিয়ম

সুরা ওয়াকিয়ার বাংলা উচ্চারণ, অর্থ ও আমল করার ফজিলত

কালিমা শাহাদাত: বাংলা উচ্চারণ, অর্থ ও ফজিলত

আজকের নামাজের সময়সূচি: ২০ জানুয়ারি ২০২৬

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

সুরা ফালাকের বাংলা উচ্চারণ, অর্থ, ব্যাখ্যা ও ফজিলত

কালিমা তাইয়্যেবার বাংলা উচ্চারণ, অর্থ ও ফজিলত

আজকের নামাজের সময়সূচি: ১৯ জানুয়ারি ২০২৬

শবে বরাত ২০২৬: জানা গেল সম্ভাব্য তারিখ