হোম > ইসলাম

জিলহজ মাসের বিশেষ ৫ আমল

মুফতি আইয়ুব নাদীম 

আল্লাহর বিধান অনুযায়ী যে চারটি মাস সম্মানিত, তার একটি জিলহজ। হজ ও কোরবানির কারণে এই মাসের ফজিলত আরো বেড়ে গিয়েছে। হাদিসে জিলহজ মাসের বিভিন্ন আমলের কথা বর্ণিত হয়েছে, নিম্নে সেগুলো তুলে ধরা হলো—

নয় দিন নফল রোজা রাখা: জিলহজ মাসের প্রথম নয় দিন নফল রোজা রাখা মুস্তাহাব। রাসুলুল্লাহ (সা.) জিলহজের প্রথম নয় দিন, আশুরার দিন এবং প্রত্যেক মাসের তিন দিন রোজা রাখতেন।’ (সুনানে নাসায়ি: ২৩৭২)

আরাফার দিন রোজা রাখা: মহানবী (সা.) বলেন, ‘আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে, তা বিগত এক বছর ও আগত এক বছরের গুনাহ ক্ষমা করে দেবে।’ (সহিহ্ মুসলিম: ১১৬২)। উক্ত হাদিসে আরাফার দিন বলতে ৯ জিলহজের কথা বলা হয়েছে। ৯ জিলহজ হলো আরাফার দিন।

চুল ও নখ না কাটা: যারা কোরবানি করবে, বা করবে না; তাদের জন্য জিলহজের চাঁদ ওঠা থেকে কোরবানি করা পর্যন্ত চুল ও নখ না কাটা মুস্তাহাব। হযরত উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত প্রিয় নবী (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে যারা কোরবানি করবে ও করবে না; তারা যেন (এই দশ দিন) চুল ও নখ না কাটে।’ (সহিহ্ মুসলিম: ৫২৩৩)

তাকবিরে তাশরিক বলা: জিলহজ মাসের ৯ তারিখের ফজর থেকে নিয়ে ১৩ তারিখ আসর নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক বলা ওয়াজিব। পুরুষরা উঁচু আওয়াজে, আর নারীরা নিচু আওয়াজে তাকবির পড়বে। (ফতোয়া শামী:৮/১২৪)

কোরবানি করা: যে সকল নর-নারী কোরবানির দিনসমূহে কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে—তাদের জন্য কোরবানি করা ওয়াজিব।

এ প্রসঙ্গে হাদিস বর্ণিত হয়েছে, হজরত উম্মুল মুমিনীন আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোরবানির দিনের আমলসমূহের মধ্য থেকে পশু কোরবানি করার চেয়ে কোনো আমল আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় নয়। কিয়ামতের দিন এই কোরবানিকে তার শিং, পশম ও ক্ষুরসহ উপস্থিত করা হবে। আর কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার নিকট কবুল হয়ে যায়। সুতরাং তোমরা সন্তুষ্টচিত্তে কোরবানি কর।’ (জামে তিরমিজি: ১৪৯৩)

লেখক: মুহাদ্দিস, জামিয়া কাশেফুল উলূম মাদ্রাসা, মধুপুর, টাঙ্গাইল

আরও পড়ুন:

জমাদিউস সানির দ্বিতীয় জুমা: মুমিনের করণীয়

মসজিদগুলো হয়ে উঠুক শিশুবান্ধব

ফুটপাতে পথশিশুদের হিমশীতল রাত

ফরজ গোসলের সময় নারীদের চুল ধোয়ার বিধান

শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামার হারিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়

আজকের নামাজের সময়সূচি: ০৫ ডিসেম্বর ২০২৫

দাওয়াতুল হকের মারকাজি ইজতেমা শনিবার

একের পর এক ভূমিকম্প মুমিনকে যে সতর্কবার্তা দিয়ে যাচ্ছে

স্ত্রীর সঙ্গে ভালোবাসার গভীরতা বাড়াবে যে সুন্নাহ

আজকের নামাজের সময়সূচি: ০৪ ডিসেম্বর ২০২৫