হোম > ইসলাম

মক্কা-মদিনায় ইতিকাফ করতে চাইলে

ইসলাম ডেস্ক

পবিত্র রমজান মাসের শেষ দশকে মক্কা ও মদিনায় অবস্থিত মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ইতিকাফ করার সুযোগ রয়েছে। তবে ইতিকাফের জন্য নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে নিবন্ধন করতে হবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পবিত্র দুই মসজিদের জেনারেল অথরিটি বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ মার্চ থেকে পবিত্র মসজিদুল হারামে অনলাইনে ইতিকাফের নিবন্ধন কার্যক্রম শুরু হবে। ইতিকাফ করতে আগ্রহীদের নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে বলা হয়েছে।

নিবন্ধনের শর্তাবলির মধ্যে রয়েছে—ইতিকাফকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হওয়ার পাশাপাশি পবিত্র মসজিদের নিয়মনীতি পালন করতে হবে এবং রমজানের ২০তম দিনের নির্ধারিত সময়ে মসজিদে প্রবেশ করতে হবে।

এর আগে গত বছর মসজিদুল হারামে আড়াই হাজার মুসল্লি ইতিকাফ করেছিলেন। করোনা মহামারির পর ২০২২ সাল থেকে মক্কা-মদিনার এই দুই মসজিদে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে ইতিকাফ করার নিয়ম চালু হয়। ৩০ মার্চ সন্ধ্যা থেকে এবারের রমজানের ইতিকাফ শুরু হবে।

ইতিকাফ শব্দের অর্থ অবস্থান করা। ইসলামি শরিয়তের পরিভাষায় তা হলো, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জাগতিক কাজকর্ম ও পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে বিশেষ সময়ে ও বিশেষ নিয়মে নিজেকে ব্যস্ত রাখা। রমজানের শেষ দশকে ইতিকাফ পালন করা সুন্নতে মুয়াক্কাদা কিফায়া।

প্রতিবছর ইতিকাফ করতে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা ইসলামের কেন্দ্রস্থল মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে সমবেতন হন। পবিত্র রমজান মাস ওমরাহর মৌসুম হিসেবে পরিচিত। এ সময় বিশ্বের নানা দেশ থেকে মুসলিমরা ওমরাহ করতে সৌদি আরবে গমন করেন। এ বছর ২ কোটির বেশি ওমরাহযাত্রীর আশা করছে সৌদি আরব।

কবর জিয়ারতের নিয়ম ও দোয়া

আজকের নামাজের সময়সূচি: ০৩ জানুয়ারি ২০২৬

সম্মাননা পাগড়ি পাচ্ছেন ১৩০০ হাফেজ আলেম ও মুফতি

জুমার দিন আগে আগে মসজিদে গেলে যে সওয়াব

ইনসাফ—রাজনৈতিক নৈতিকতার মেরুদণ্ড

ইসলামের বিজয়যাত্রায় নারীদের নীরব বীরত্ব

ফরজ গোসলে যেসব বিষয়ে সতর্কতা প্রয়োজন

উসমানীয় স্থাপত্যের বিস্ময় তুরস্কের দুই ঐতিহাসিক মসজিদ

আজকের নামাজের সময়সূচি: ০২ জানুয়ারি ২০২৬

কোরআনের ক্লাসেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক