হোম > ইসলাম

বায়তুল্লাহর সুবাস জাগরুক থাকুক হাজিদের হৃদয়ে

শায়খ আহমাদুল্লাহ

ছবি: সংগৃহীত

হজের পবিত্র সফর সমাপ্তির পথে। নিজ দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। নবী করিম (সা.)-এর পুণ্যময় পদধূলিতে ধন্য পবিত্র নগরীতে আগমন করতে পারা আল্লাহর অশেষ কৃপারই ফল।

হজের মাধ্যমে আল্লাহ তাআলা হজ যাত্রীকে নিষ্পাপ-নিষ্কলুষ পবিত্র জীবন দান করেন। এই পবিত্রতার সুবাস ও ইমানের নুর যেন দেশের মাটিতেও জাগরুক থাকে সে জন্য আল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা করে তৌফিক চেয়ে নেওয়া উচিত।

ভালো হয়ে চলার জন্য পরিবেশের বড় প্রভাব রয়েছে। বায়তুল্লাহর পবিত্র আবহে হাজিদের হৃদয় ইমানের নুরে প্রোজ্জ্বল হয়। তবে, দেশে ফেরার পর অনেক হাজিকে আবার গুনাহে লিপ্ত হয়ে যেতে দেখা যায়—যা অত্যন্ত দুঃখজনক।

দেশে ফিরে হাজিদের উচিত গুনাহের পরিবেশ এড়িয়ে চলা। হজের শিক্ষা বুকে ধারণ করা। সব সময় নেক আমলে নিজেকে ব্যস্ত রাখা। ইমান জাগ্রত করার জন্য পবিত্র নগরী অবলোকনের স্মৃতি রোমন্থন করা।

আল্লাহ সকল হাজির হজ মাবরুর করুন। হজের পবিত্রতায় পুণ্যময় জীবন গড়ার তৌফিক দিন।

গ্রন্থনা: নুরুল ইসলাম তানঈম

আরও পড়ুন:

আজকের নামাজের সময়সূচি: ০২ জানুয়ারি ২০২৬

কোরআনের ক্লাসেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক

মুমিনের ভাবনায় নতুন বছর

আজকের নামাজের সময়সূচি: ০১ জানুয়ারি ২০২৬

জানাজায় নারীদের অংশগ্রহণ বিষয়ে ইসলাম যা বলে

জানাজায় অংশগ্রহণকারীদের জন্য যে সুসংবাদ দিয়েছেন নবীজি (সা.)

লাশ দেখে যে দোয়া পড়বেন

রজব মাসে যে দোয়া পড়তেন নবীজি (সা.)

আজকের নামাজের সময়সূচি: ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব