হোম > ইসলাম

বিমানে নামাজ আদায় করবেন যেভাবে

মুফতি হাসান আরিফ

ছবি: সংগৃহীত

প্রশ্ন: আকাশপথে সফরের সময় ফরজ নামাজ কীভাবে আদায় করতে হয়? এ বিষয়ে ইসলামের নির্দেশনা জানতে চাই।

আজিজুল ইসলাম, ফরিদপুর

উত্তর: নামাজ ইসলামের এক গুরুত্বপূর্ণ বিধান। নির্ধারিত সময়ে নামাজ আদায় করে নেওয়া আবশ্যক। আকাশপথে সফরের সময় ফরজ নামাজ সম্ভব হলে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে রুকু-সিজদাসহ আদায় করবেন। দাঁড়ানো সম্ভব না হলে বসে স্বাভাবিকভাবে কিবলামুখী হয়ে রুকু-সিজদা করে আদায় করবেন। এভাবে নামাজ আদায় করতে পারলে পরবর্তী সময়ে তা পুনরায় আদায় করতে হবে না।

যদি কিবলার দিকে মুখ করে রুকু-সিজদার সঙ্গে নামাজ আদায় করা সম্ভব না হয়, তাহলে যেভাবে সম্ভব বসে বা ইশারায় নামাজ আদায় করে নেবেন। তবে সতর্কতামূলক এ নামাজ সফরের পরে কিবলামুখী হয়ে পুনরায় আদায় করতে হবে।

চলন্ত লঞ্চ, জাহাজ, ট্রেনেও নামাজ আদায়ের বিধান এমন। তবে বাস সফরের ক্ষেত্রে কাছাকাছি যাতায়াতের সময় ওয়াক্ত শেষ হওয়ার আগে গন্তব্যে পৌঁছে নামাজ আদায় সম্ভব হলে, তা-ই করবেন। আর গন্তব্যে পৌঁছানোর আগে ওয়াক্ত শেষ হওয়ার আশঙ্কা দেখা দিলে, পথিমধ্যে নেমে যাওয়া ঝুঁকিপূর্ণ অথবা অসুবিধাজনক না হলে, নেমে ফরজ নামাজ আদায় করে নেবেন। এ ছাড়া দূরপাল্লার যাত্রা হলে অথবা বাস থেকে নেমে গেলে ঝুঁকি অথবা সমস্যায় পড়ার আশঙ্কা থাকলে, নামাজের জন্য বাস না থামলে—সে ক্ষেত্রে সিটেই যেভাবে সম্ভব বসে বা ইশারায় নামাজ আদায় করে নেবেন এবং সতর্কতামূলক পরে এর কাজা করে নেবেন।

সূত্র: ইলাউস সুনান ৭ / ২১২, মাআরিফুস সুনান: ৩ / ৩৯৪, আদ্দুররুল মুখতার: ২ / ১০১

উত্তর দিয়েছেন: মুফতি হাসান আরিফ, ইসলামবিষয়ক গবেষক

আজকের নামাজের সময়সূচি: ০৯ জানুয়ারি ২০২৬

পবিত্র কোরআনে কলমের বন্দনা

নবীজির জীবন থেকে কৃতজ্ঞ বান্দা হওয়ার শিক্ষা

অজুর ভিন্ন রকম ৩ উপকারিতা

আজকের নামাজের সময়সূচি: ০৮ জানুয়ারি ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ০৭ জানুয়ারি ২০২৬

ফজরের নামাজ মুমিনের জন্য ইমানি পরীক্ষা

খন্দক যুদ্ধক্ষেত্রে তৈরি হচ্ছে কৃত্রিম রণাঙ্গন, ইতিহাস ছুঁয়ে দেখার সুযোগ

গরম পানি দিয়ে অজু করলে কি সম্পূর্ণ সওয়াব পাওয়া যায়?

আজকের নামাজের সময়সূচি: ০৬ জানুয়ারি ২০২৬