হোম > ইসলাম

জাকাত বা মসজিদের অর্থ থেকে ত্রাণ দেওয়া যাবে কি?

মুফতি আবু আবদুল্লাহ আহমদ

প্রশ্ন: বন্যা পরিস্থিতি নিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চাই। বন্যার্তদের জাকাত দেওয়া যাবে কি না। পূজার টাকার ত্রাণ গ্রহণ করা যাবে কি না। মসজিদের টাকা বন্যার্তদের দেওয়া যাবে কি না। অমুসলিমদের ত্রাণ দেওয়া যাবে কি না। 
জসিম উদ্দীন, চট্টগ্রাম। 

উত্তর: জাকাত ইসলামের অন্যতম রুকন তথা আবশ্যকীয় মৌলিক বিধান। ইসলামের অন্যান্য মৌলিক বিধানের মতো জাকাতেরও রয়েছে সুস্পষ্ট নিয়ম-পদ্ধতি। এর ব্যতিক্রম করলে জাকাত আদায় হবে না। ইসলামে যেহেতু সম্পদশালী ও অমুসলিমদের জাকাত দেওয়ার বিধান নেই, তাই বন্যার্তদের মধ্যে যারা গরিব তাদেরই কেবল জাকাতের অর্থ থেকে ত্রাণ দেওয়া যাবে। ধনী অথবা অমুসলিমকে দিলে আদায় হবে না। তবে বন্যার কারণে কোনো ধনী ব্যক্তির সম্পদ ধ্বংস হয়ে গরিব হয়ে গেলে তাকে জাকাত দেওয়া যাবে। জাকাতের অর্থ দিয়ে রাস্তা বা বাড়িঘর সংস্কার করা যাবে না।

রং তাদের হাতে নগদ অর্থ বা অন্যান্য পণ্যসামগ্রী দিতে হবে। অন্যান্য আবশ্যকীয় দান, যেমন সদাকাতুল ফিতর, কাফফারা ইত্যাদির বিধানও জাকাতের মতো। এ ছাড়া অন্যান্য সাধারণ দানের টাকা দিয়ে মুসলিম-অমুসলিম, ধনী-গরিব সবাইকে ত্রাণ দেওয়া যাবে। মসজিদের দানবাক্সের টাকার ব্যাপারে বিধান হলো, তা কেবল মসজিদ ও মসজিদসংশ্লিষ্ট কাজে ব্যয় করতে হবে। তবে মসজিদে বন্যার্তদের জন্য আলাদাভাবে টাকা সংগ্রহ করলে তা দিয়ে বন্যার্তদের ত্রাণ দেওয়া যাবে। ইসলামে অমুসলিমদের উপহার গ্রহণ করতে কোনো বাধা নেই। তাই পূজার টাকা দিয়ে হিন্দুরা ত্রাণ বিতরণ করলে মুসলমানদের তা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। সূত্র: সুরা তাওবা: ৬০; কিতাবুল উম্ম: ২ / ৭৭; সিলসিলাতুল আদাব: ১২ / ২৩। 

উত্তর দিয়েছেন: শিক্ষক ও ফতোয়া গবেষক

আজকের নামাজের সময়সূচি: ১৫ জানুয়ারি ২০২৬

তওবা: আল্লাহর রহমত ও বিপদ মুক্তির সুনিশ্চিত পথ

পবিত্র কোরআন ও হাদিসে জ্ঞান চর্চার গুরুত্ব

আজকের নামাজের সময়সূচি: ১৪ জানুয়ারি ২০২৬

বেফাক পরীক্ষা: কওমি মাদ্রাসার বছর শেষের উৎসবমুখর পড়াশোনা

সাহাবিদের অনন্য ৮ গুণ

রোগব্যাধি ও বিপদ-আপদে মুমিনের করণীয়

আজকের নামাজের সময়সূচি: ১৩ জানুয়ারি ২০২৬

গিবতের ভয়াবহ ৬ কুফল

আজকের নামাজের সময়সূচি: ১২ জানুয়ারি ২০২৬