হোম > ইসলাম

যে চার আমলে সহজে জান্নাতে যাওয়া যাবে

আবরার নাঈম 

‎জান্নাত লাভের বহু পথ-পদ্ধতি কোরআন-হাদিসে বর্ণিত আছে। এমন চারটি আমল রয়েছে; যা করলে নির্বিঘ্নে জান্নাত যাওয়া যাবে। হজরত আবু ইউসুফ আবদুল্লাহ ইবনে সালাম (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, হে লোক সকল—

১. তোমরা সালাম প্রচার কর
আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসুল (সা.)-কে জিজ্ঞেস করলেন, ‘সর্বোত্তম ইসলামি কাজ কী?’ তিনি বললেন, ‘চেনা-অচেনা সবাইকে সালাম দেবে।’ (রিয়াজুস সালেহিন: ৮৪৯)

২. ক্ষুধার্তকে অন্নদান কর
কিয়ামত দিবসে বিচারকার্য শেষে জাহান্নামিদের প্রশ্ন করা হবে, ‘কোন জিনিস তোমাদের জাহান্নামে প্রবেশ করালো?’ তারা বলবে, ‘আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না। আমরা অভাবীদের খাবার দিতাম না।’ (সুরা মুদ্দাসসির: ৪২-৪৪)

৩. আত্মীয়তার বন্ধন অটুট রাখ
আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যেতে পারবে না। হজরত জুবায়ের ইবনে মুতইম (রা.) থেকে বর্ণিত, তিনি নবী (সা.)-কে বলতে শুনেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। (সহিহ্ বুখারি: ৫৯৮৪)

৪. মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন নামাজ আদায় কর

এর দ্বারা উদ্দেশ্য হলো তাহাজ্জুদ নামাজ। এ নামাজ অতি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর নৈকট্য ও মর্যাদা লাভের সিঁড়ি। নবী (সা.)-কে তাহাজ্জুদের নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, ‘আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন। এটা আপনার জন্য অতিরিক্ত ইবাদত।’ (সুরা বনি ইসরাইল: ৭৯)

এই চারটি আমল যে করবে, সে নিরাপদে ও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে। (রিয়াজুস সালেহিন: ৮৫৩)

লেখক: ইসলামবিষয়ক গবেষক

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

সুরা ফালাকের বাংলা উচ্চারণ, অর্থ, ব্যাখ্যা ও ফজিলত

কালিমা তাইয়্যেবার বাংলা উচ্চারণ, অর্থ ও ফজিলত

আজকের নামাজের সময়সূচি: ১৯ জানুয়ারি ২০২৬

শবে বরাত ২০২৬: জানা গেল সম্ভাব্য তারিখ

২০২৬ সালের রমজান কবে শুরু?

সুরা নাস: বাংলা উচ্চারণ, অর্থ, সহজ ব্যাখ্যা ও ফজিলত

দোয়া কুনুতের বাংলা উচ্চারণ, অর্থ ও পড়ার নিয়ম

অহংকারের কুফল ও অহংকারীর ভয়াবহ পরিণতি

আজকের নামাজের সময়সূচি: ১৮ জানুয়ারি ২০২৬