ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে চীন সমর্থন দেওয়ায় এর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় পশ্চিমা বিশ্ব গভীরভাবে উদ্বিগ্ন বলেও জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন।
স্থানীয় সময় গতকাল সোমবার সংবাদ সম্মেলনে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, রাশিয়ার জন্য চীনের নীরব সমর্থনও গভীর উদ্বেগের। স্পষ্টতই এটি ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে আরও বেশি অস্থিতিশীল করবে।
যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো বলছে, রাশিয়া ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে। যেকোনো সময় ইউক্রেনে সামরিক অভিযান চালানো হতে পারে। তবে রাশিয়া বারবারই পশ্চিমাদের তোলা এই অভিযোগ অস্বীকার করছে। দেশটি বলছে, ইউক্রেনে হামলা চালানোর কোনো পরিকল্পনা মস্কোর নেই।
রাশিয়া ইউক্রেন সংকট সম্পর্কিত খবর আরও পড়ুন: