হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

রাশিয়ার সঙ্গে বৈঠকে আশা দেখছেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আজ সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হচ্ছে। এমন এক প্রেক্ষাপটে দুই দেশ আলোচনার টেবিলে বসছে যখন ইউক্রেন সীমান্তে রুশ বাহিনীর উপস্থিতি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। চলমান সংকটের মধ্যে এই বৈঠক নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হলেও এই বৈঠক থেকে ‘যুগান্তকারী’ কিছু আশা করছেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। 

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেছেন, মস্কোর উদ্বেগ শোনার জন্য প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু রাশিয়া ইউক্রেনের সঙ্গে সীমান্তে উত্তেজনা না কমালে কোনো অগ্রগতি অর্জন করা কঠিন হবে। ইউক্রেনের মাথায় বন্দুক নিয়ে উত্তেজনার পরিবেশে অনুষ্ঠিত এ আলোচনার অগ্রগতি দেখা কঠিন। 

উল্লেখ্য, ইউক্রেনের ক্রিমিয়া দখলের আট বছর পর রাশিয়া ইউক্রেন সীমান্তে লাখখানেক সেনা মোতায়েন করেছে। রাশিয়ার এই পদক্ষেপকে কিয়েভ ও ওয়াশিংটন দেখছে যুদ্ধের বার্তা হিসেবে। যদিও রাশিয়া কোনো ধরনের যুদ্ধ পরিকল্পনার কথা অস্বীকার করেছে। তারা এর ব্যাখ্যা হিসেবে বলছে, ন্যাটো ও ইউক্রেনের দিক থেকে উসকানিমূলক আচরণের প্রত্যুত্তরেই তারা এমন পদক্ষেপ নিয়েছে। 

অবশ্য এই বক্তব্যকে ‘মিথ্যাচার’ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গত সপ্তাহে এ সম্পর্কিত এক বক্তব্যে ব্লিঙ্কেন বলেন, ‘এটা অনেকটা সেই শেয়ালের মতো কথা হলো, যে বলছে মুরগির ঘরে থাকা বাসিন্দাদের দিক থেকে আসা হুমকি মোকাবিলার জন্যই সেখানে তার হামলা করতে হয়েছে।’   

ভিত্তিহীন অভিযোগে হার্ভার্ডের অধ্যাপককে গ্রেপ্তার করল মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

এইচ-১বি ভিসার ফি বাড়ানোর পর এবার যাচাই প্রক্রিয়াও কঠোর করল ট্রাম্প প্রশাসন

সোমালি অভিবাসীদের ‘আবর্জনা’ বললেন ট্রাম্প

আমি আগের তুলনায় এখন আরও বেশি প্রাণবন্ত—বলেই মন্ত্রিসভায় ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

বাইডেনের ‘অটোপেনে’ সই করা সব নথি বাতিল করছেন ট্রাম্প

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে শ্রম আইন লঙ্ঘন: ৩ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিচ্ছে স্টারবাকস

ট্রাম্পের এমআরআই পরীক্ষার রিপোর্টে যা আছে

‘শিগগির ক্ষমতা ছাড়’—মাদুরোকে ট্রাম্পের আলটিমেটাম