ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর বাইডেন এমনটি বলেন।
এক বিবৃতিতে বাইডেন ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানান। এই হামলাকে অন্যায় বলেও আখ্যায়িত করেন তিনি।
বিবৃতিতে বাইডেন বলেন, জেলেনস্কি আমাকে বিশ্বের নেতাদের কাছে প্রেসিডেন্ট পুতিনের স্পষ্ট আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্টভাবে কথা বলতে এবং ইউক্রেনের জনগণের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, তিনি জি৭ নেতাদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসবেন। পাশপাশি রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথাও জানান বাইডেন।
তিনি বলেন, আমরা ইউক্রেন এবং ইউক্রেনের জনগণকে সমর্থন ও সহায়তা প্রদান অব্যাহত রাখব।