হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

তেলের জন্য সৌদি ও ভেনেজুয়েলার সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র

তেল উৎপাদন বাড়ানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরব ও ভেনেজুয়েলা সফরের চিন্তা-ভাবনা করছেন বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেনের সফরটি এখনই নয়, আসন্ন বসন্তে অনুষ্ঠিত হবে। কারণ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে হোয়াইট হাউস এখন একটি বৈশ্বিক সংকট মোকাবিলা করছে। 

হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, এ ধরনের কোনো সফরের কথা এখনো ঘোষণা করা হয়নি। কেবলই অনুমাননির্ভর খবর এটি। 

এদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার কর্মকর্তারা তেল নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে আলোচনা করেছেন। রাশিয়ার তেলের পরিবর্তে ভেনেজুয়েলার তেল আমদানি করা যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন মার্কিন আইন প্রণেতাদের একটি দল।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এখনো অশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্য আমদানির ক্ষেত্রে ১০ শতাংশ রাশিয়ার ওপর নির্ভরশীল। 

গতকাল রোববার যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি একটি বিবৃতিতে বলেছেন যে মার্কিন আইন প্রণেতারা রাশিয়াকে বিচ্ছিন্ন করার জন্য ‘শক্তিশালী আইন’ খুঁজছেন, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে রাশিয়ার তেল ও জ্বালানি পণ্যের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা। 

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান—সর্বশেষ যা জানা গেল

যুক্তরাষ্ট্রেই হবে মাদুরোর বিচার, ভেনেজুয়েলায় অভিযান আপাতত শেষ: রুবিও

দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মামদানির বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের অভিযোগ ইসরায়েলের

নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে সদ্য আঁকা যিশুর ছবি ২৭ লাখ ডলারে বেচলেন ট্রাম্প

বিক্ষোভে উত্তাল ইরান, হস্তক্ষেপে ‘প্রস্তুত হয়ে বসে আছে’ যুক্তরাষ্ট্র

আমরা আর দেরি করব না—দায়িত্ব নিয়েই মামদানির ঘোষণা

২০২৫ সালে মোট কয়টি দেশে বোমা ফেলেছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে শুধু বিয়েই যথেষ্ট নয়

কোরআন ছুঁয়ে নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি

ট্রাম্পের বাঁ হাতে নতুন কালশিটে দাগ, ফের আলোচনায় প্রেসিডেন্টের স্বাস্থ্য