হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার দখল প্রচেষ্টাকে কখনোই স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র

ইউক্রেনের ভূখণ্ড দখলে রাশিয়ার প্রচেষ্টাকে কখনোই স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র—এমনটা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ইউক্রেনের জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘স্বাধীন’ ঘোষণার আগে এ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

জো বাইডেন বলেন, ‘আমি এ বিষয়ে খুব স্পষ্ট করে বলতে চাই, ইউক্রেনের সার্বভৌম ভূখণ্ডে রাশিয়ার দখলকে কখনোই স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র।’ একই সঙ্গে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন তিনি। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনে অনুষ্ঠিত সাম্প্রতিক গণভোটে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন বলে দাবি করছে ক্রেমলিন। এরই মধ্যে জাপোরিঝিয়া ও খেরসনকে স্বাধীন ঘোষণা করেছেন পুতিন। এর আগে গত ফেব্রুয়ারিতে দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট। 

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে শেয়ার করা এক নথিতে বলা হয়েছে, ইউক্রেনের দুই অঞ্চলের স্বাধীনতা আন্তর্জাতিক আইন অনুযায়ী স্বীকৃত এবং ‘জাতিসংঘের সনদে অন্তর্ভুক্ত’ হয়েছে। 

তবে শক্তি প্রয়োগের ভিত্তিতে কোনো দেশের ভূখণ্ড দখল করা জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

এদিকে রাশিয়া আনুষ্ঠানিকভাবে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসনকে নিজেদের সঙ্গে সংযুক্ত করার ঘোষণা দিতে তৎপর হলেও ইউক্রেন ও পশ্চিমা বিশ্ব এই গণভোটকে প্রত্যাখ্যান করেছে। এর আগে গণভোটের সমালোচনা করে যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্স জানিয়েছি, তারা এ ধরনের ‘ভুয়া’ ব্যালটের ফলাফলকে কখনোই স্বীকৃতি দেবে না। রাশিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলছে পশ্চিমারা।

দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মামদানির বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষের অভিযোগ ইসরায়েলের

নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে যিশুর সদ্য আঁকা ছবি ২৭ লাখ ডলারে বেচলেন ট্রাম্প

বিক্ষোভে উত্তাল ইরান, হস্তক্ষেপে ‘প্রস্তুত হয়ে বসে আছে’ যুক্তরাষ্ট্র

আমরা আর দেরি করব না—দায়িত্ব নিয়েই মামদানির ঘোষণা

২০২৫ সালে মোট কয়টি দেশে বোমা ফেলেছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে শুধু বিয়েই যথেষ্ট নয়

কোরআন ছুঁয়ে নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি

ট্রাম্পের বাঁ হাতে নতুন কালশিটে দাগ, ফের আলোচনায় প্রেসিডেন্টের স্বাস্থ্য

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার