হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

চীনা বেলুন ধ্বংসের জন্য ক্ষমা চাইবেন না জো বাইডেন

যুক্তরাষ্ট্রের আকাশে ওড়া কথিত চীনা গোয়েন্দা বেলুনকে ধ্বংসের জন্য ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আটলান্টিকের ওপর গুলি করে ধ্বংস করা বেলুনটি নিঃসন্দেহে নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছিল। তবে উত্তর আমেরিকার আকাশে গুলি করে ধ্বংস করা অন্য তিনটি বস্তু বিদেশি গোয়েন্দা বেলুন হওয়ার সম্ভাবনা নেই।

স্থানীয় সময় বৃহস্পতিবার বাইডেন হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র এখন থেকে এ ধরনের রহস্যময় বস্তু শনাক্তকরণ ব্যবস্থা আরও উন্নত করবে। 

এ মাসের বেলুনকাণ্ড সম্পর্কে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গেও তিনি কথা বলবেন বলে জানিয়েছেন জো বাইডেন। তিনি বলেছেন, ‘আমি আশা করি, আমরা এই রহস্যের শেষ উদ্ঘাটন করতে পারব। তবে গুলি করে বেলুন ধ্বংস করার জন্য কোনো ধরনের ক্ষমা চাইব না।’ 

এদিকে যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করে চীন বলেছে, তারা নজরদারির জন্য বেলুন পাঠায়নি। সেটি ছিল আবহাওয়া পর্যবেক্ষণ বেলুন এবং পথ ভুল করে সেটি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চলে গেছে। 

এর আগে আটলান্টিকের ওপরে একটি যুদ্ধবিমান থেকে গুলি করে একটি বেলুন ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস অভিযোগ করে বলেছে, চীন এই বেলুন গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার করেছে। 

সাম্প্রতিক এই বেলুনকাণ্ড দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। তবে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমরা নতুন কোনো ঠান্ডাযুদ্ধ চাই না।’ 

আলাস্কা, উত্তর-পশ্চিম কানাডা ও যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে হুরন হ্রদের ওপর গুলি করে ধ্বংস করা অন্য তিনটি বস্তু সম্পর্কে জো বাইডেন বলেন, ‘আমাদের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, সেগুলো সম্ভবত বেসরকারি সংস্থা, বিনোদন ও গবেষণা প্রতিষ্ঠানের বস্তু হতে পারে।’ 

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

এইচ-১বি ভিসার ফি বাড়ানোর পর এবার যাচাই প্রক্রিয়াও কঠোর করল ট্রাম্প প্রশাসন

সোমালি অভিবাসীদের ‘আবর্জনা’ বললেন ট্রাম্প

আমি আগের তুলনায় এখন আরও বেশি প্রাণবন্ত—বলেই মন্ত্রিসভায় ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

বাইডেনের ‘অটোপেনে’ সই করা সব নথি বাতিল করছেন ট্রাম্প

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে শ্রম আইন লঙ্ঘন: ৩ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিচ্ছে স্টারবাকস

ট্রাম্পের এমআরআই পরীক্ষার রিপোর্টে যা আছে

‘শিগগির ক্ষমতা ছাড়’—মাদুরোকে ট্রাম্পের আলটিমেটাম

আমার মাথায় সমস্যা নেই, বিশ্বাস না হলে এমআরআই রিপোর্ট দেখাব—সাংবাদিকদের ট্রাম্প