হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের ব্রাশফায়ারের কবলে ফায়ার সার্ভিস কর্মীরা, নিহত ২

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্রের আইডাহোতে এক পাহাড়ি এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অন্তত ২ জন নিহত হয়েছে। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আইডাহোর এক পার্বত্য এলাকায় ব্রাশফায়ারের ঘটনায় ফায়ার সার্ভিসের দুই কর্মী নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এ তথ্য জানিয়েছে।

আইডাহোর কুটেনাই কাউন্টি শেরিফ অফিসের শেরিফ রবার্ট নরিস জানান, কোউর ডি’অ্যালেন শহরের কাছে এক বা একাধিক সশস্ত্র ব্যক্তি উচ্চক্ষমতাসম্পন্ন রাইফেল দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। তিনি বলেন, ‘এই ব্যক্তিদের দ্রুত ঠেকানো না গেলে এটি কয়েক দিনের দীর্ঘ অপারেশনে পরিণত হতে পারে।’

শেরিফ নরিস আরও জানান, ঘটনাস্থল থেকে বিভিন্ন দিক থেকে গুলি আসার খবর দিয়েছেন কর্মকর্তারা। ক্যানফিল্ড মাউন্টেন এলাকায় যেতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। এই ঘটনার তদন্ত ও সশস্ত্র ব্যক্তিদের ধরতে অভিযান চলছে। নিয়মিত সর্বশেষ খবর জানানো হবে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, কোউর ডি’অ্যালেন শহরের কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে অন্তত একজন সশস্ত্র ব্যক্তি উচ্চক্ষমতাসম্পন্ন রাইফেল দিয়ে গুলি চালাচ্ছেন। এক সংবাদ সম্মেলনে কুটেনাই কাউন্টি শেরিফ বলেন, ‘আমরা এখন স্নাইপারদের গুলির মুখে আছি।’

শেরিফ নরিস আরও বলেন, ‘আমরা জানি না, সেখানে ঠিক কতজন হামলাকারী আছে, আর ঠিক কতজন হতাহত হয়েছেন, তা-ও নিশ্চিত নয়।’ শেরিফ নরিস জানান, সন্দেহভাজনেরা আত্মসমর্পণের কোনো ইঙ্গিত দেয়নি।

আইডাহোর গভর্নর ব্র্যাড লিটল সবাইকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে লিখেছেন, ‘এটি আমাদের সাহসী অগ্নিনির্বাপকদের ওপর একটি ভয়াবহ, পরিকল্পিত হামলা।’

এদিকে, স্থানীয় বাসিন্দা মার্ক লাথরপ মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে বলেছেন, তাঁর বাড়ি আর যেখানে গোলাগুলি হয়েছে, তার মাঝখানে একটা উঁচু পাহাড়ি ঢাল আছে, তাই তিনি ‘এখন পর্যন্ত’ নিজেকে নিরাপদই মনে করছেন।

লাথরপ বলেন, তাঁদের এলাকায় সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো—ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে পারছেন না। আগুন লেগেছে গাছপালা ঘেরা জায়গায়, যেখানে নিচে প্রচুর ঝোপঝাড় রয়েছে। তিনি আরও বলেন, ‘ওরা ঝোপঝাড় অনেকটাই পরিষ্কার করেছে। কিন্তু যেখানে যাচ্ছে, সেখানে জায়গাটা বেশ ঘন। আর খুবই শুকনো। এখানে অনেক দিন ধরেই বৃষ্টি হয়নি।’

লাথরপ বলেন, ওই এলাকায় সন্দেহভাজনদের লুকিয়ে থাকার মতো জায়গাও অনেক রয়েছে। তিনি বলেন, ‘আপনি যদি শহর ছেড়ে একটু বের হয়ে যান, তাহলে দেখতে পাবেন এই কাঠ কাটার রাস্তা (লগিং রোড) ধরে ৩০ থেকে ৫০ মাইল যাওয়ার আগে আর কোনো শহরই নেই। তাই খোঁজার জন্য জায়গাটা বেশ বড়।’

দূরে ওই পাহাড়ি এলাকাতেই গোলাগুলি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, সেখানে হয়তো দাবানলও তৈরি হয়ে গেছে। ছবি: সংগৃহীত

অপর দিকে, মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআইয়ের ডেপুটি ডিরেক্টর ড্যান বংগিনো বলেছেন, রোববার সন্ধ্যায় কোউর ডি’অ্যালেন শহরে গোলাগুলির ঘটনার পর এফবিআই কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। এক্সে শেয়ার করা এক পোস্টে বংগিনো বলেন, ‘এফবিআইয়ের কারিগরি দল এবং বিশেষ ট্যাকটিক্যাল ইউনিট বর্তমানে ঘটনাস্থলে রয়েছে এবং সহায়তা দিচ্ছে। এটি এখনো অত্যন্ত বিপজ্জনক এবং সক্রিয় একটি পরিস্থিতি।’

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) এক মুখপাত্র জানিয়েছেন, বিভাগের সেক্রেটারি ক্রিস্টি নোম পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করছেন। ডিএইচএসের পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের সহকারী সেক্রেটারি ট্রিসিয়া ম্যাকলাফলিন এক্সে লিখেছেন, ‘আইডাহোর উদ্ধারকর্মীদের জন্য প্রার্থনা করুন।’

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা