হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পর্নো তারকা সোফিয়া লিওনের মৃত্যু, নিজ অ্যাপার্টমেন্টে ছিলেন অচেতন অবস্থায়

পর্নো তারকা সোফিয়া লিওন মারা গেছেন। গত ১ মার্চ নিজ অ্যাপার্টমেন্টে ২৬ বছর বয়সী এই তারকাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। গতকাল শনিবার সোফিয়ার সৎ বাবা মাইক রোমেরো খবরটি দেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

তহবিল গঠনের ওয়েবসাইট গোফান্ডমিতে সৎ বাবা রোমেরো সোফিয়ার মৃত্যুর কথা জানান। সোফিয়ার সৎকারের জন্য তহবিল গঠন করতে চেয়েছিলেন তিনি।

রোমেরো লেখেন, ‘তার (সোফিয়া) মা এবং পরিবারের পক্ষ থেকে দুঃখভারাক্রান্ত হৃদয়ে আমাকে আমাদের প্রিয় সোফিয়ার মৃত্যুর খবরটি জানাতে হচ্ছে। সোফিয়াকে আকস্মিকভাবে হারানো তার পরিবার এবং বন্ধুদের বিধ্বস্ত এবং মর্মাহত করেছে। সোফিয়ার জন্য শোক ও বিচার চাওয়ার কঠিন প্রক্রিয়ার সঙ্গে পরিবারটি এখন আর্থিক সমস্যারও সম্মুখীন হচ্ছে—যার জন্য তারা প্রস্তুত ছিল না।’

মৃত্যুর কারণ সম্পর্কে স্থানীয় পুলিশের তদন্ত এখনো চলছে বলেও জানান তিনি।

সোফিয়া লিওনের মডেলিং এজেন্সি ১০১ মডেলিংও মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। তারা বলেছে যে, সোফিয়া লিওনের অকাল এবং মর্মান্তিক মৃত্যুতে তাদের হৃদয় ভেঙে গেছে। সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে মডেলিং এজেন্সিটি বলেছে, ‘সুন্দর হৃদয়ের মানুষ সোফিয়া আমাদের অনেককেই স্পর্শ করেছিল। সোফিয়া, আপনি জানুন যে, আমরা আপনাকে কতটা ভালোবাসি।’

মডেলিং এজেন্সিটি আরও বলেছে যে, সোফিয়া আত্মহত্যা করেননি। ঘরে ঢুকে হত্যা করা হয়েছে—এমন সন্দেহে তদন্ত করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের মায়ামিতে ১৯৯৭ সালের ১০ জুন জন্মগ্রহণ করেন সোফিয়া লিওন। ১৮ বছর বয়সে তিনি পর্নোগ্রাফি শিল্পে প্রবেশ করেন। ধারণা করা হচ্ছে, তার সম্পত্তির পরিমাণ প্রায় ১ মিলিয়ন ডলার।

কাগনি লিন কার্টার, জেসি জেন এবং থাইনা ফিল্ডসের পর সোফিয়ার মারা যাওয়া এ বছর পর্নো শিল্পে চতুর্থ অকাল মৃত্যুর ঘটনা।

মাদুরোর আগে সাদ্দামকে উৎখাত করে এই ডেল্টা ফোর্স

মাদুরোকে মাদক ও অস্ত্র মামলায় অভিযুক্ত করল নিউইয়র্কের আদালত

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান—সর্বশেষ যা জানা গেল

যুক্তরাষ্ট্রেই হবে মাদুরোর বিচার, ভেনেজুয়েলায় অভিযান আপাতত শেষ: রুবিও

দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মামদানির বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের অভিযোগ ইসরায়েলের

নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে সদ্য আঁকা যিশুর ছবি ২৭ লাখ ডলারে বেচলেন ট্রাম্প

বিক্ষোভে উত্তাল ইরান, হস্তক্ষেপে ‘প্রস্তুত হয়ে বসে আছে’ যুক্তরাষ্ট্র

আমরা আর দেরি করব না—দায়িত্ব নিয়েই মামদানির ঘোষণা

২০২৫ সালে মোট কয়টি দেশে বোমা ফেলেছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে শুধু বিয়েই যথেষ্ট নয়