হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আমেরিকা ছাড়লেন ইলন মাস্কের ট্রান্সজেন্ডার সন্তান

আজকের পত্রিকা ডেস্ক­

ইলন মাস্কের ট্রান্সজেন্ডার সন্তান ভিভিয়ান জেনা উইলসন। ছবি: সংগৃহীত

ইলন মাস্কের প্রায় যোগাযোগবিচ্ছিন্ন সন্তান জেভিয়ার বর্তমানে ভিভিয়ান জেনা উইলসন নামে পরিচিত। বিনোদনবিষয়ক মার্কিন সংবাদমাধ্যম ই-নিউজের বরাত দিয়ে আজ সোমবার এই খবর জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

২০ বছর বয়সী ভিভিয়ান মাস্কের প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের সন্তান। বর্তমানে তিনি টোকিওতে ভাষা শিক্ষার জন্য অবস্থান করছেন। তাঁর লক্ষ্য একজন ভালো অনুবাদক হওয়া।

২০০৪ সালে জন্ম নেওয়া ভিভিয়ান মাস্কের প্রথম স্ত্রীর পাঁচ সন্তানের মধ্যে একজন। ২০০৮ সালে মাস্ক ও জাস্টিন উইলসনের বিবাহবিচ্ছেদ হয়। ১৬ বছর বয়সে ট্রান্সজেন্ডার হিসেবে পরিচয় প্রকাশ করার পর নিজের নাম পরিবর্তন করে মায়ের পদবি গ্রহণ করেন ভিভিয়ান। তিনি স্পষ্টভাবেই জানিয়ে দেন, তিনি আর তাঁর বাবার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না।

গত সপ্তাহে টিন-ভগকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিভিয়ান জানান, তাঁর জাপান যাওয়ার সিদ্ধান্তে মাস্ক কোনোভাবেই জড়িত নন। লস অ্যাঞ্জেলেসে ধনী-গরিবের বিশাল বৈষম্য দেখেই তিনি স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন।

ভিভিয়ান বলেন, ‘এমন কোনো সমাজ থাকা উচিত নয়, যেখানে কেউ কেউ একাধিক ব্যক্তিগত বিমান, দ্বীপ বা অন্য কোনো বিলাসবহুল সম্পত্তির মালিক—অথচ অন্যরা রাস্তায় ঘুমাচ্ছে।’

নিজের বাবা ইলন মাস্ক সম্পর্কে তিনি বলেন, ‘তিনি কিছুই পরোয়া করেন না। তিনি একজন নাজুক শিশুসুলভ মানুষ। তার সঙ্গে যুক্ত থাকাটাই বিরক্তিকর।’

উইলসন দাবি করেন, ২০২০ সালের পর থেকে তিনি তাঁর বাবার সঙ্গে কোনো কথা বলেননি।

গত বছর কানাডীয় মনোবিজ্ঞানী ড. জর্ডান পিটারসনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইলন মাস্ক বলেছিলেন, তাঁর সন্তান ভিভিয়ান ‘ওয়োক মাইন্ড ভাইরাসে’ আক্রান্ত। তিনি আরও জানান, তিনি ভিভিয়ানের জন্য এমন কিছু কাগজপত্রে স্বাক্ষর করতে প্রতারিত হয়েছিলেন, যা সম্পর্কে তখন তাঁর কোনো স্পষ্ট ধারণা ছিল না।

সম্প্রতি ইলন মাস্কের মালিকানাধীন টেসলার ডিলারশিপ ও গাড়িগুলোর ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হিসেবে মাস্কের ভূমিকার জন্যই এ ধরনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার ট্রান্সজেন্ডার ব্যক্তিদের প্রতি কঠোর অবস্থান প্রকাশ করে এক্সে একটি পোস্ট দিয়েছেন ইলন মাস্ক। এতে তিনি লিখেছেন, ‘ট্রান্সজেন্ডারদের সহিংস হওয়ার আশঙ্কা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি। হরমোন ইনজেকশন তাদের মধ্যে চরম আবেগীয় অস্থিরতা তৈরি করে।’

এদিকে ট্রাম্প প্রশাসন ট্রান্সজেন্ডারদের জন্য বাইডেন সরকারের গৃহীত বেশ কিছু আইন বাতিল করেছে; বিশেষ করে ১৯ বছরের কম বয়সী ব্যক্তিদের লৈঙ্গিক পরিবর্তনসংক্রান্ত চিকিৎসায় ফেডারেল সহায়তা বন্ধ করার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

আরও খবর পড়ুন:

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন মাচাদো

ইরান হামলার ক্ষেত্রে সময় অনুকূলে—‘ইঙ্গিত’ দিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের যেসব ক্যাটাগরির ভিসা স্থগিত হচ্ছে, ভুক্তভোগী হচ্ছেন যাঁরা

ইরানে মার্কিন হামলা স্থগিত করায় তেলের দামে বড় পতন

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

ট্রাম্প-মাচাদো বৈঠকের আগে ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জব্দ

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

গ্রিনল্যান্ড প্রশ্নে যুক্তরাষ্ট্র: আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্ব