হোম > বিশ্ব > পাকিস্তান

ইমরানকে দেখে প্রধান বিচারপতি বলেন, ‘আপনাকে দেখে খুশি হলাম’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানকে গতকাল বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্টে হাজির করার পর প্রধান বিচারপতি সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। তিনি ইমরানকে দেখে বলেন, ‘আপনাকে দেখে খুশি হলাম, মিস্টার খান।’ 

পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, গত মঙ্গলবার (৯ মে) পৃথক মামলার শুনানিতে অংশ নিতে রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে গিয়েছিলেন ইমরান খান। হাইকোর্ট চত্বর থেকে তাঁকে আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সহায়তায় গ্রেপ্তার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। আল-কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় এনএবি। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একটি বিশেষ আদালত। পরদিন বুধবার তাঁকে ওই আদালতে নেওয়া হয়। 

পরে পিটিআই তাদের চেয়ারম্যানের মুক্তির জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। গতকাল সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ ইমরান খানের গ্রেপ্তারকে ‘বেআইনি’ ঘোষণা করেন এবং তাঁকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন। ওই সময়ে প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল ইমরানকে দেখে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘আপনাকে দেখে ভালো লাগছে।’ 

প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল আরও বলেন, ‘একজন সিনিয়র নেতা হিসেবে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনার সংলাপে বসা উচিত। আপনি তাদের পছন্দ না-ও করতে পারেন, কিন্তু তারা তো বাস্তবতা। অস্বীকার করার উপায় নেই। তাদের সঙ্গে সংলাপে বসলে মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে বলে আশা করি।’ 

শুনানির সময়ে আদালতের বাইরে পুলিশ ও রেঞ্জার্সের বহু সদস্য মোতায়েন ছিল। 

এদিকে আজ শুক্রবার আল-কাদির ট্রাস্ট মামলায় শুনানির জন্য ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দেওয়ার কথা রয়েছে ইমরান খানের। এরপর তিনি রাজধানীতে আয়োজিত সমাবেশে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন। সমাবেশটির ডাক দিয়েছে পিটিআই। 

পাকিস্তানের সম্প্রচার মাধ্যম জিও টিভি জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতি সংহতি জানিয়ে ইসলামাবাদের শ্রীনগর হাইওয়েতে শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিয়েছে পিটিআই। সেখানে সমর্থকদের উদ্দেশে পিটিআই চেয়ারম্যান ভাষণ দেবেন বলে পিটিআইয়ের টুইটার পেজে বলা হয়েছে।

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া