হোম > বিশ্ব > পাকিস্তান

ইমরানকে গ্রেপ্তারের পর পিটিআই যা করছে তা রাষ্ট্রদ্রোহিতা: শাহবাজ শরিফ 

পাকিস্তানের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ বুধবার পাকিস্তানের স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি এ ভাষণ দেন।

পাকিস্তানের রাজনীতির ইতিহাস খুবই তিক্ত উল্লেখ করে ভাষণে শাহবাজ শরিফ বলেন, ‘জনগণের জানমালের ক্ষতিসাধন সন্ত্রাসবাদী ও দেশের প্রতি শত্রুতামূলক কাজ। রাজনীতিতে প্রতিহিংসাপরায়ণ আচরণ কখনোই কল্যাণ বয়ে আনে না।’ 

ইমরান খানকে গ্রেপ্তারের পর পিটিআই যে সমস্ত কর্মকাণ্ড করছে তার জন্য দল এবং দলের চেয়ারম্যান হিসেবে ইমরানকে দায়ী করছেন শাহবাজ শরিফ। এটাকে তিনি ‘রাষ্ট্রদ্রোহিতা’ হিসেবে আখ্যায়িত করেছেন। 

প্রকৃত নেতা কখনোই তাঁর নেতা-কর্মীকে দেশের আইন ভঙ্গের সুযোগ দেয় না জানিয়ে শাহবাজ আরও বলেন, ‘একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় দায়িত্ব তাঁর নেতা-কর্মীকে আইনের মধ্য থেকে প্রতিবাদ করা শেখানো। তিনি গ্রেপ্তার হলে তাঁর কর্মীরা আইন না ভাঙে তা নিশ্চিত করা।’ 

শাহবাজ আরও বলেন, ‘একজন রাজনীতিবিদ হিসেবে অন্য দলের নেতা-কর্মীকে গ্রেপ্তার করাকে কখনোই সুখকর মনে করিনা। কিন্তু এটি এক কঠিন সময়, যার মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে।’ 

প্রধানমন্ত্রী শাহবাজ দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদী ও তাঁদের সহযোগীরা দেশের শত্রু। দ্রুত তাঁদের এসব রাষ্ট্রবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণে নিতে হবে। দুষ্কৃতকারীদের কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হবে। তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। 

প্রধানমন্ত্রী শাহবাজ আরও বলেন, ‘পাকিস্তানের আদর্শ আমাদের জীবনের চেয়েও দামি। আমরা কিছুতেই দেশবিরোধী ষড়যন্ত্র বরদাশত করব না। তাঁদের ঘৃণ্য স্বপ্ন আমরা বাস্তব হতে দেব না।’ 

এর আগে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট থেকে পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা ইমরান খানকে গ্রেপ্তার করে। পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, পৃথকভাবে আরেকটি দায়রা আদালত তোশাখানা মামলায় পিটিআইর প্রধানকে অভিযুক্ত করেছেন। 

এ মামলায় ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির একটি বিশেষ আদালত। 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে দেশটি। বিক্ষোভ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষে এ পর্যন্ত চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। চলমান এই সহিংসতায় এ পর্যন্ত ৯১ জন আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাজারেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া