হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানের ২৭ বিদ্যুৎকেন্দ্র অকার্যকর: শাহবাজ

পাকিস্তানের ২৭টি বিদ্যুৎকেন্দ্র বর্তমানে অকার্যকর অবস্থায় পড়ে আছে বলে জানিয়েছেন দেশটির সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল বৃহস্পতিবার জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর শাহবাজ শরিফ এ তথ্য জানান। তিনি বলেন, ‘জ্বালানি স্বল্পতা অথবা কারিগরি ত্রুটির কারণে এসব বিদ্যুৎকেন্দ্র অকার্যকর হয়ে গেছে।’ পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ডনের প্রতিবেদনে বলা হয়, জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকের সময় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ৭ হাজারেরও বেশি মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ২৭টি বিদ্যুৎকেন্দ্রের তালিকা উপস্থাপন করে বলেন, এসব বিদ্যুৎকেন্দ্র বর্তমানে বন্ধ রয়েছে। 

জ্বালানি মন্ত্রণালয় জানায়, ৩ হাজার ৫৩৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৯টি বড় বিদ্যুৎকেন্দ্র বর্তমানে জ্বালানি ঘাটতির কারণে বন্ধ রয়েছে। এর মধ্যে এলএনজি ঘাটতির কারণে বন্ধ রয়েছে চারটি বিদ্যুৎকেন্দ্র, ফার্নেস তেলের ঘাটতির কারণে বন্ধ রয়েছে দুটি, নিম্নমানের কয়লা সংগ্রহের জন্য একটি এবং গ্যাস সরবরাহ চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণে একটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। এ ছাড়া কারিগরি ত্রুটি ও মেরামত ও রক্ষণাবেক্ষণের অভাবে আরও ১৮টি প্ল্যান্ট দীর্ঘদিন ধরেই অকার্যকর হয়ে আছে। 

প্রাক্তন প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি, যিনি অতীতে একসময় পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তিনি বৈঠকে বলেন, ‘জ্বালানি মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ ও পেট্রোলিয়াম বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণেই এ সমস্যা তৈরি হয়েছে। শুরুতেই সমস্যাটির সমাধান করা উচিত ছিল। এখন একে অপরের প্রতি দোষারোপের খেলায় সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব সমস্যার সমাধানের দিকে মনযোগ দেওয়া উচিত।’ 

শহীদ খাকান আব্বাসিকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী অনুরোধ করেছিলেন যেন তিনি বিদ্যুৎ বিভাগ ও জ্বালানি বিভাগকে সংকট কাটিয়ে ওঠার ব্যাপারে পরামর্শ দেন। কারণ শাহবাজ শরিফ জানেন, শহীদ খাকান আব্বাসি জ্বালানি খাতের একজন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তি। 

বৈঠকে আরও বলা হয়, পূর্ববর্তী সরকার প্রযুক্তিগত ত্রুটি দূর করার জন্য সময়মতো পদক্ষেপ নেয়নি। তারা বিদ্যুৎকেন্দ্র মেরামতের জন্য খুচরা যন্ত্রাংশের ব্যবস্থা করেনি। এমনকি যথাযথ রক্ষণাবেক্ষণ পদ্ধতিও অনুসরণ করা হয়নি।

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া

‘মানসিকভাবে অসুস্থ’ ইমরান খান ‘গাদ্দার’ শেখ মুজিবুর রহমানের ভক্ত—পাকিস্তান সশস্ত্র বাহিনীর ঔদ্ধত্যপূর্ণ বিবৃতি

সীমান্তে ফের সংঘাতে জড়াল পাকিস্তান ও আফগান তালেবান, নিহত ৪

তিন বাহিনীর প্রধান হয়েই পাকিস্তানকে ‘অনন্য উচ্চতায়’ পৌঁছানোর ঘোষণা আসিম মুনিরের

আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের তিন বাহিনীর প্রথম প্রধান

ইমরান খানকে মেরে ফেললে কী প্রতিক্রিয়া হয়, দেখতে চেয়েছে সরকার—বোনের দাবি

বোনের সঙ্গে ২০ মিনিটের আলাপে আসিম মুনিরের বিরুদ্ধে ইমরান খানের অভিযোগ

হঠাৎ বিদেশে শাহবাজ শরিফ, সেনাপ্রধান আসিম মুনিরকে সিডিএফ নিয়োগ নিয়ে বিড়ম্বনায় পাকিস্তান

অবশেষে ইমরান খানের সঙ্গে দেখা হলো বোনের