হোম > বিশ্ব > পাকিস্তান

মুসলিম লীগ ‘ভুয়া অডিও’ ছড়ানোর খেলায় নেমেছে: ইমরান 

ইমরান খান বলেছেন, ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) তাঁর বিরুদ্ধে ভুয়া অডিও ছড়ানোর নতুন খেলায় নেমেছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান স্থানীয় সময় আজ শনিবার ইমরান খান এই কথা বলেন। এ ধরনের কাজে পিএমএল-এন বিশেষজ্ঞ বলেও মন্তব্য করেন তিনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ পাঞ্জাবের মিয়ানওয়ালি শহরে এক শোভাযাত্রায় ইমরান খান বলেন, ‘মরিয়ম নওয়াজ এই সমস্ত নকল অডিও তৈরি করিয়েছেন। তবে মনে রাখবেন—আজকাল এ ধরনের ডিপফেক ভিডিওগুলো করা কঠিন নয় এবং আমরাও এটি করতে পারি।’ 

সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান খানের ‘কথিত তৃতীয় অডিও রেকর্ডিং’ প্রকাশের কয়েক ঘণ্টা পর ইমরান খানের পক্ষ থেকে এই তথ্য দাবি করা হলো। ওই ওডিওতে পিটিআইপ্রধানকে সংসদে ঘোড়া-বাণিজ্যের বিষয়ে কথা বলার বিষয়ে আলোচনা করতে শোনা যায়। চতুর্থ আরেকটি ক্লিপও কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। যেখানে তাঁকে পিটিআই নেতা আসাদ উমর ও শিরিন মাজারির সঙ্গে সাইফার নিয়ে আলোচনা করতে শোনা যায়।

এদিকে, পিটিআই এবং পিএমএল-এন নেতাদের বেশ কয়েকটি অডিও ক্লিপ প্রকাশিত হয়েছে। যা জনসাধারণের সামনে প্রকাশিত হওয়ার কথা নয়। পূর্ববর্তী অডিও ক্লিপগুলোতে পিটিআইপ্রধান ও তাঁর মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী, মুখ্য সচিবের মধ্যে সাইফার বিষয়ে ‘কথিত কথোপকথন’ দেখানো হয়েছে। যেগুলোকে ইমরান খান দীর্ঘদিন ধরে তাঁকে পদ থেকে অপসারণের জন্য একটি ‘বিদেশি ষড়যন্ত্র’-এর প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন।

এর আগে, গত মাসেই আরও কিছু অডিও বার্তা প্রকাশিত হয়। সেখানে পাকিস্তান সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কথোপকথন ছিল। ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য চরিত্র হলো প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পিএমএল-এন নেতা মরিয়ম নওয়াজ এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার অনেকেই। অডিও ক্লিপগুলো ফাঁস হওয়ায় দেশটির জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্নের দেখা দিয়েছে। 

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন