হোম > বিশ্ব > পাকিস্তান

মুসলিম লীগ ‘ভুয়া অডিও’ ছড়ানোর খেলায় নেমেছে: ইমরান 

ইমরান খান বলেছেন, ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) তাঁর বিরুদ্ধে ভুয়া অডিও ছড়ানোর নতুন খেলায় নেমেছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান স্থানীয় সময় আজ শনিবার ইমরান খান এই কথা বলেন। এ ধরনের কাজে পিএমএল-এন বিশেষজ্ঞ বলেও মন্তব্য করেন তিনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ পাঞ্জাবের মিয়ানওয়ালি শহরে এক শোভাযাত্রায় ইমরান খান বলেন, ‘মরিয়ম নওয়াজ এই সমস্ত নকল অডিও তৈরি করিয়েছেন। তবে মনে রাখবেন—আজকাল এ ধরনের ডিপফেক ভিডিওগুলো করা কঠিন নয় এবং আমরাও এটি করতে পারি।’ 

সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান খানের ‘কথিত তৃতীয় অডিও রেকর্ডিং’ প্রকাশের কয়েক ঘণ্টা পর ইমরান খানের পক্ষ থেকে এই তথ্য দাবি করা হলো। ওই ওডিওতে পিটিআইপ্রধানকে সংসদে ঘোড়া-বাণিজ্যের বিষয়ে কথা বলার বিষয়ে আলোচনা করতে শোনা যায়। চতুর্থ আরেকটি ক্লিপও কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। যেখানে তাঁকে পিটিআই নেতা আসাদ উমর ও শিরিন মাজারির সঙ্গে সাইফার নিয়ে আলোচনা করতে শোনা যায়।

এদিকে, পিটিআই এবং পিএমএল-এন নেতাদের বেশ কয়েকটি অডিও ক্লিপ প্রকাশিত হয়েছে। যা জনসাধারণের সামনে প্রকাশিত হওয়ার কথা নয়। পূর্ববর্তী অডিও ক্লিপগুলোতে পিটিআইপ্রধান ও তাঁর মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী, মুখ্য সচিবের মধ্যে সাইফার বিষয়ে ‘কথিত কথোপকথন’ দেখানো হয়েছে। যেগুলোকে ইমরান খান দীর্ঘদিন ধরে তাঁকে পদ থেকে অপসারণের জন্য একটি ‘বিদেশি ষড়যন্ত্র’-এর প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন।

এর আগে, গত মাসেই আরও কিছু অডিও বার্তা প্রকাশিত হয়। সেখানে পাকিস্তান সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কথোপকথন ছিল। ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য চরিত্র হলো প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পিএমএল-এন নেতা মরিয়ম নওয়াজ এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার অনেকেই। অডিও ক্লিপগুলো ফাঁস হওয়ায় দেশটির জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্নের দেখা দিয়েছে। 

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন