হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে ৯০০ ফুট ওপরে ৭ শিশুসহ ঝুলছে কেব্‌ল কার, উদ্ধারে সেনাবাহিনী

ঝুলন্ত কেবল কারে আটকে থাকা আট আরোহীর মধ্যে দুই শিশুকে উদ্ধার করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আজ মঙ্গলবার সকালে পাকিস্তানের উত্তর–পশ্চিমাঞ্চলের বট্টগ্রামের উপত্যকায় কেব্‌ল কারের তার ছিঁড়ে ৯০০ ফুট ওপরে আটকে পড়েছে সাত শিশুসহ আট আরোহী।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, বট্টগ্রামের পার্বত্য এলাকায় ওই কেব্‌ল কারে চড়ে শিশুরা স্কুলে যাচ্ছিল। বট্টগ্রাম ইসলামাবাদের ২০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। চলন্ত অবস্থায় কেব্‌ল কারের একটি তার ছিঁড়ে যায়। কেব্‌ল কারটি এখন উপত্যকা থেকে ২৭৪ মিটার (৯০০ ফুট) ওপরে ঝুলছে। 

উদ্ধার সংস্থার মুখপাত্র ও এক জেলা কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, এখন পর্যন্ত দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। 

ঘটনাস্থলে উপস্থিত উদ্ধারকারী সংস্থার কর্মকর্তা শরীক রিয়াজ খট্টক রয়টার্সকে বলেন, ‘ওই এলাকায় দমকা হাওয়ার কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। তা ছাড়া হেলিকপ্টারের রোটর ব্লেড দিয়ে কেব্‌ল কারের তারের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে বলে বেশি কাছাকাছি যাওয়া যাচ্ছে না।’ 

গুলফারাজ নামে কেব্‌ল কারের এক যাত্রী পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজকে মোবাইল ফোনে বলেন, ‘আল্লার দোহাই, আমাদের সাহায্য করেন।’ কেবল কারে আটজন আছেন বলে তিনি নিশ্চিত করেন। 

তিনি বলেন, সেখানে আটকে পড়া শিক্ষার্থীদের বয়স ১০ থেকে ১৫ বছর। তাদের মধ্যে একজন গরমে ও ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। 

বট্টগ্রামের প্রশাসনিক কর্মকর্তা মুজাফফর খান বলেন, আগে কেব্‌ল কারে ছয় শিক্ষার্থী ও দুই শিক্ষকের কথা শোনা গেলেও এখন সেখানে সাত শিক্ষার্থী ও এক শিক্ষক আটকে আছেন বলে জানা যাচ্ছে।

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন