হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানের বিমান সংস্থা বিক্রির ঘোষণা, সাড়া নেই বিদেশি ক্রেতাদের

সম্প্রতি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) বিক্রি করে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল দেশটির সরকার। মূলত সরকারি এই বিমানসংস্থাটির বেশির ভাগ শেয়ার বিক্রি করে বেসরকারি মালিকানায় দিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল দেশটির। কিন্তু দরপত্র দেওয়ার শেষ তারিখ চলে এলেও এই বিমানসংস্থা কিনতে আগ্রহ দেখাচ্ছে না বিদেশি কোম্পানিগুলো। এ ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলো থেকে মাত্র দুটি কোম্পানি ৫ হাজার ডলার জমা দিয়ে বিনিয়োগের জন্য নথি সংগ্রহ করেছে। একটি সূত্রের বরাত দিয়ে এমন খবর দিয়েছে এআরওয়াই নিউজ। 

প্রতিবেদনে বলা হয়েছে, আগ্রহ দেখানো উপসাগরীয় দুটি কোম্পানি এখনো দরপত্রের জন্য তাদের আবেদন জমা দেয়নি। এ অবস্থায় আজ শুক্রবার (৩ মে) দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ থাকলেও তা ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে আরব নিউজ। 

এআরওয়াইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানসংস্থার জন্য ক্রেতাদের আকৃষ্ট করতে ইতিপূর্বে পাকিস্তানের বেসরকারিকরণ কমিশন এবং পিআইএ প্রশাসন বেশ কয়েকটি প্রদর্শনী (রোডশো) পরিচালনা করেছে। কিন্তু এসব শো করে খুব বেশি সাফল্য পাওয়া যায়নি বলে একটি সূত্র নিশ্চিত করেছে। 

এদিকে পাকিস্তানের বেসরকারীকরণ মন্ত্রী আব্দুল আলিম খান দাবি করেছেন, ইতিমধ্যে ১০টি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। তবে সুনির্দিষ্ট করে কোনো কোম্পানির নাম উল্লেখ করতে পারেননি তিনি। মন্ত্রী বলেছেন, ‘কমিশন আগ্রহী কোম্পানিগুলোর অনুরোধে দরপত্র জমা দেওয়ার তারিখ বাড়ানোর জন্য অনুমোদন দিয়েছে।’ 

পাকিস্তানের সরকার সম্প্রতি এক ঘোষণা বলেছিল, তারা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সংস্কারের অংশ হিসাবে লোকসানে থাকা বিমান সংস্থাটির নিয়ন্ত্রণসহ ৫১ শতাংশ শেয়ার বেসরকারি কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিতে চায়।

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন