হোম > বিশ্ব > পাকিস্তান

তালেবানের পাল্টা হামলা, পাক-আফগান সীমান্তে উত্তেজনা

আফগানিস্তানের তালেবান সৈন্য। ফাইল ছবি

আফগানিস্তানে পাকিস্তানি বিমানবাহিনীর বোমা হামলার প্রতিশোধ নিয়েছে তালেবান। দেশটির একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পাক-আফগান সীমান্তের উত্তেজনায় পাকিস্তানের অন্তত ১৯ সেনা ও তিন আফগান বেসামরিক নিহত হন। অন্যদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, আজ শনিবার প্রতিবেশী দুই দেশ আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত সংঘর্ষে এক পাকিস্তানি সৈন্য নিহত হয়েছেন।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়, হাইপোথেটিক্যাল লাইন বা কল্পিত রেখার ওপারে থাকা কয়েকটি স্থাপনায় হামলা চালানো হয়েছে। আফগান কর্তৃপক্ষ মূলত এই শব্দটি ব্যবহার করে পাকিস্তানের সঙ্গে তাদের বিতর্কিত ডুরান্ড রেখাকে বোঝায়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘দেশের দক্ষিণ-পূর্ব দিক থেকে পাল্টা আক্রমণে কাল্পনিক রেখার ওপারের থাকা দুষ্কৃতকারীদের বিভিন্ন স্থাপনা ও পরিকল্পনা কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে।’

তবে এই বিবৃতিতে সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করা হয়নি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোওয়ারাজমি বলেন, ‘আমরা এটিকে পাকিস্তানের ভূখণ্ড মনে করি না। তাই নির্দিষ্ট এলাকা নিশ্চিত করা সম্ভব নয়। তবে এটি কাল্পনিক রেখার (হাইপোথিটিকাল লাইন) ওপারে অবস্থিত।’

ডুরান্ড লাইন নামে পরিচিত এই সীমান্ত রেখাকে আফগানিস্তান বহুদিন ধরে প্রত্যাখ্যান করে আসছে। এটি ১৯ শতকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলের সীমানা। যা বর্তমান আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে যায়।

তালেবানের হামলায় হতাহতের তথ্য বা নির্দিষ্ট কোনো এলাকার নাম উল্লেখ করা হয়নি। পাকিস্তানের সামরিক বাহিনী বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত বুধবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকটিকা প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে বলে জানায় তালেবান সরকার। এরপর তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তানের এই হামলাকে ‘বর্বরোচিত’ এবং ‘সুস্পষ্ট আগ্রাসন’ বলে নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘ইসলামিক আমিরাত এই কাপুরুষোচিত কর্মকাণ্ডের প্রতিশোধ নেবে। নিজের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের কর্তব্য ও অধিকার।’

এই দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান সীমান্ত থেকে তাদের দেশে হামলা চালানো হয়। তবে তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া