হোম > বিশ্ব > পাকিস্তান

তেহরিক-ই-তালেবানের সঙ্গে গোলাগুলিতে ৬ পাকিস্তানি সেনা নিহত

সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবানের সঙ্গে গোলাগুলিতে অন্তত ছয় পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে আফগানিস্তানের সঙ্গে লাগোয়া সীমান্ত এলাকা দক্ষিণ ওয়াজিরিস্তানে এই গোলাগুলি হয়। 

পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের এবিসি নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির মুখপাত্র মোহাম্মদ খুরাসানি হামলার দায় স্বীকার করেছেন। এদিকে এ সংঘর্ষে চার তালেবান জঙ্গিও নিহত হয়েছেন।

পাক সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ওঁৎ পেতে থাকা তালেবান জঙ্গিরা একটি পাকিস্তানি সেনা বহরে অতর্কিত হামলা করে। এ সময় তীব্র গোলাগুলি হয় দুই পক্ষের মধ্যে। এতে বীরত্বের সঙ্গে লড়াই করে ছয় সাহসী সৈন্য মারা গেছেন।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ওয়াজিরিস্তান জেলার অবস্থিত। এই জেলাটি পাকিস্তানের স্থানীয় জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে রূপ নিয়েছে। সেখানকার স্থানীয় জঙ্গিগোষ্ঠীর সদস্যরা দীর্ঘদিন ধরে পাকিস্তানের সরকার ও আফগানিস্তানের তালেবানদের বিরুদ্ধে লড়াই করে আসছে।

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন