হোম > বিশ্ব > পাকিস্তান

কাল জামিন চাইতে যাব, ৮০ শতাংশ আশঙ্কা গ্রেপ্তার হব: ইমরান খান

ফের গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান। আগামীকাল মঙ্গলবার আল কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ আদালতে তাঁকে ফের হাজিরা দিতে হবে। ইমরানের আশঙ্কা, এদিন তাঁকে আবারও গ্রেপ্তার করা হবে। 

পাকিস্তানি গণমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান আবারও গ্রেপ্তারের আশঙ্কার কথা জানান। 

পিটিআই প্রধান বলেন, ‘মঙ্গলবার আমি ইসলামাবাদ আদালতে একাধিক মামলায় জামিনের আবেদনের জন্য হাজিরা দেব। ৮০ শতাংশ আশঙ্কা রয়েছে, ওই সময় আমাকে সেখানে গ্রেপ্তার করা হবে।’ 

দলের কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় নিয়েও অভিযোগ তোলেন ইমরান খান। তিনি বলেন, ‘শীর্ষ নেতা থেকে শুরু করে সাধারণ কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় চালানো হয়। গণতন্ত্রকে ধ্বংস করতেই এ সবকিছু করা হচ্ছে। আমার দলের জ্যেষ্ঠ নেতাদের সবাই এখন কারাগারে। মোট ১০ হাজারেরও বেশি পিটিআই কর্মী-সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে।’ 

উল্লেখ্য, ৯ মে পৃথক মামলার শুনানিতে অংশ নিতে রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে গিয়েছিলেন ইমরান খান। হাইকোর্ট চত্বর থেকে তাঁকে আধা সামরিক বাহিনী রেঞ্জারসের সহায়তায় গ্রেপ্তার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। আল কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় সংস্থাটি। পরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে জামিনে মুক্তি পান পিটিআই প্রধান। বিচারপতি মাইনগুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত বেঞ্চ ইমরান খানের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন। 

ইমরান খান গ্রেপ্তারের ঘটনায় পাকিস্তানজুড়ে সহিংসতা হয়। ঘটে হতাহতের ঘটনা। এ ছাড়া গ্রেপ্তার করা হয় পিটিআইয়ের কয়েক হাজার নেতা-কর্মীকে।

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ