হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে বন্যায় ৫৪৯ জনের প্রাণহানি 

প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় পাকিস্তানে গত মাস থেকে এ পর্যন্ত ৫৪৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের প্রত্যন্ত এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

দেশটির সরকারি সংস্থাগুলো বলছে, বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও সহায়তা ক্যাম্প স্থাপন করেছে সেনাবাহিনী। খাদ্য ও ওষুধ সরবরাহ করা ছাড়াও বন্যাকবলিত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।

চলমান বন্যায় প্রাণহানি ছাড়াও ৪৬ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে এনডিএমএ।

দুর্গত এলাকা পরিদর্শনকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ‘বন্যাদুর্গতদের ত্রাণ দিতে ও পুনর্বাসন করতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি।’ 

তিন দশকের মধ্যে গত মাসে পাকিস্তানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এ সময় গত ৩০ বছরের গড় থেকে ১৩৩ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে এনডিএমএ। 

ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী বেলুচিস্তানে বার্ষিক গড়ের চেয়ে ৩০৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। 

এদিকে আজ থেকে আরও বৃষ্টিপাতের আভাস দিয়েছেন জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেরি রেহমান। কেন্দ্র থেকে দুর্যোগসংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণার পর এক টুইটে শেরি রেহমান জানান, ৬ থেকে ৯ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ