হোম > বিশ্ব > পাকিস্তান

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সফর সংক্ষিপ্ত করে ফিরছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইরান-পাকিস্তানের চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে নিউজিল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার। আজ বৃহস্পতিবার পাকিস্তান সরকারের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ এক সংবাদ সম্মেলনে বলেন, চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি তাঁর সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। 

গত মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায় ইরান। আজ বৃহস্পতিবার এ হামলার জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তান। ইরানের দক্ষিণপূর্ব সীমান্তে এ হামলায় নিহত হন ৭ জন। এএফপির প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৪ শিশু ও ৩ নারী রয়েছে। 

গত মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে ইরানের হামলায় ২ শিশু নিহত ও ৩ নারী আহত হন। 

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী জইশ আল-দুল্ম বা জইশ আল-আদলের দুটি ঘাঁটিতে হামলা চালায় ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়। 

এদিকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় গতকাল বুধবার ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ইসলামাবাদ। তেহরান থেকেও নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে দেশটি।

আরও পড়ুন—

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া