হোম > বিশ্ব > পাকিস্তান

বন্যায় পাকিস্তানের তিন ভাগের এক ভাগ পানির নিচে

ভয়াবহ বন্যায় পাকিস্তানের তিন ভাগের এক ভাগ সম্পূর্ণ তলিয়ে গেছে। দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেরি রেহমানের বরাতে এমনটা জানিয়েছে বিবিসি। 

শেরি রেহমান জানান, আকস্মিক এই বন্যায় ভেসে গেছে রাস্তাঘাট, বাড়িঘর ও ফসলের মাঠ। ভয়াবহ বিপর্যয়ের মুখে দেশটির বেলুচিস্তান, সিন্ধু ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাখ লাখ মানুষ। নিরাপদ আশ্রয়ের খোঁজে বসতবাড়ি ছেড়ে যাচ্ছে বাসিন্দারা। 

শেরি রেহমান বলেন, আক্ষরিক অর্থে পাকিস্তানের এক-তৃতীয়াংশ এই মুহূর্তে পানির নিচে। এই বিপর্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক সহায়তার জন্য হাত বাড়িয়েছে পাকিস্তান। 

পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভয়াবহ বন্যায় ১ হাজার কোটি ডলার পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে। 

এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যরা পাকিস্তানের দুর্যোগ মোকাবিলায় সহায়তা করেছে। তবে আরও অনেক তহবিল প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। 

গত জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই বন্যায় এখন পর্যন্ত ১ হাজার ১৩৬ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ কোটির বেশি মানুষ। তাদের মধ্যে কয়েক লাখ মানুষ খাদ্য ও আশ্রয় হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে। 

পাহাড়ি এলাকায় বসবাসরত হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে দুর্গম হওয়ায় আটকে পড়াদের উদ্ধার করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। 

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান