হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে স্কুলে গুলি করে ৭ শিক্ষককে হত্যা

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা পারাচিনার একটি স্কুলে বন্দুকধারীরা গুলি করে সাত শিক্ষককে হত্যা করেছে। আগের একটি হামলার প্রতিশোধ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও টিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

জিও টিভি জানিয়েছে, দুটি ঘটনাই গতকাল বৃহস্পতিবার ঘটেছে। উভয় ঘটনায় নিহত শিক্ষকেরা সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায়ের। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমগুলো। 

পাকিস্তানের পারাচিনার এলাকাটি আফগানিস্তান সীমান্তে অবস্থিত। এটি খাইবার পাখতুনখাওয়া রাজ্যের কুররাম উপজেলার একটি উপজাতি অধ্যুষিত এলাকা। এই এলাকায় শিয়া সম্প্রদায়ের মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। তবে স্থানীয় তালেবান আন্দোলনকারী সুন্নিরা প্রায়ই তাদের ওপর হামলা করে। তাৎক্ষণিকভাবে এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। 

স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা আরও তথ্য সংগ্রহ এবং ঘটনার তদন্ত করছে। পুলিশ কর্মকর্তা আব্বাস আলী বলেন, অপর এক হামলায় একই স্কুলের একজন সুন্নি মুসলিম শিক্ষক নিহত হয়েছেন।

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া