হোম > বিশ্ব > পাকিস্তান

ইমরান খানকে বহনকারী গাড়ির ধাক্কায় নারী সাংবাদিক নিহত 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে বহনকারী গাড়ির ধাক্কায় এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। ইমরানের লং মার্চের খবর সংগ্রহ করতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিহত সাংবাদিকের নাম সাদাফ নাইম (৪০)। তিনি দেশটির চ্যানেল ফাইভ নামে একটি টিভি স্টেশনের হয়ে কাজ করতেন। প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক জানান, সাদাফ সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য নিতে তাঁকে বহনকারী ট্রাকে উঠতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ সময় গাড়িটির ধাক্কায় মৃত্যু হয় তাঁর।

কয়েক দিন আগে আগাম নির্বাচনের দাবিতে ‘হাকিকি আজাদি’ লং মার্চের ডাক দেন ইমরান খান। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরানের নেতৃত্বে শুক্রবার (২৮ অক্টোবর) দেশটির লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত সমর্থকদের নিয়ে মিছিল বের করা হয়। তবে দুর্ঘটনার পর লং মার্চ সাময়িক স্থগিত রাখা হয়। ইমরান খান এক টুইট বার্তায় বলেছেন, লং মার্চ চলাকালে দুর্ঘটনায় সাংবাদিক সাদাফ নাঈমের মৃত্যুর ঘটনা বেদনাদায়ক।

এদিকে সোমবার চতুর্থ দিনের মতো লংমার্চ শুরু করছে পিটিআইয়ের নেতা কর্মীরা। আগামী ৪ নভেম্বর ইসলামাবাদে পৌঁছানোর পরিকল্পনা করছেন তাঁরা।

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন