পাকিস্তানে একটি যাত্রীবাহী বাস ও তেলের ট্যাংকারে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন।
আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে পাঞ্জাব প্রদেশের মুলতান-সুক্কুর সড়কে ওই দুর্ঘটনা ঘটে। মুলতানের ডেপুটি কমিশনার তাহির ওয়াত্তো এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি লাহোর থেকে করাচির দিকে যাচ্ছিল। পরে জালালপুর পিরওয়ালায় বাসটির সঙ্গে একটি তেল ট্যাংকারের ধাক্কা লাগে।
বিবৃতিতে জানানো হয়েছে, সংঘর্ষের পরেই বাস ও ট্যাংকারে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে ২০ জন প্রাণ হারান।
পুলিশ মুখপাত্রের বরাতে ডন জানায়, ওই ট্যাংকারে কয়েক হাজার লিটার পেট্রল ছিল। যাত্রীবাহী বাসটির চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে বলেও জানান এই মুখপাত্র।
মুলতানের নিশতার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, আহত চারজনকে হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। আর হাসপাতালের মর্গে মরদেহগুলো রাখা হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। এ ছাড়া হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।