হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে পুলিশের গাড়িতে আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত

পাকিস্তানের কোয়েটায় একটি পুলিশের গাড়িকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৪ জন। আহতদের মধ্যে ২০ জনই পুলিশ সদস্য। দেশটির গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বুধবার (৩০ নভেম্বর) কোয়েটার বুলেলি এলাকায় এ হামলা হয়। 

বোমা হামলার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা। আহত পুলিশ ও বেসামরিকদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাঁরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

কোয়েটার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল গুলাম আজফার মহেসার বলেছেন, বিস্ফোরণে পুলিশের ট্রাকটি উল্টে যায়। এটি আত্মঘাতী হামলা ছিল। ঘটনাস্থলের কাছে এক আত্মঘাতী হামলাকারীর দেহাবশেষ পাওয়া গেছে বলে জানান তিনি। 

ক্ষয়ক্ষতির বর্ণনা দিয়ে ডিআইজি মহেসার জানিয়েছেন, হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গাড়িটি উল্টে গেলে এর নিচে চাপা পড়ে প্রাণ হারান তিনি। এ ছাড়া আরও ২০ পুলিশ সদস্য ও চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন। 

এদিকে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস বিজেঞ্জো এই হামলার নিন্দা জানিয়েছেন। এমন ‘কাপুরুষোচিত কর্মকাণ্ড’ প্রতিহতের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এ ছাড়া হামলার সঙ্গে যারা জড়িত এবং তাদের সহায়তাকারীদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী। 

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া