পাকিস্তানের কোয়েটায় একটি পুলিশের গাড়িকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৪ জন। আহতদের মধ্যে ২০ জনই পুলিশ সদস্য। দেশটির গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বুধবার (৩০ নভেম্বর) কোয়েটার বুলেলি এলাকায় এ হামলা হয়।
বোমা হামলার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা। আহত পুলিশ ও বেসামরিকদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাঁরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
কোয়েটার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল গুলাম আজফার মহেসার বলেছেন, বিস্ফোরণে পুলিশের ট্রাকটি উল্টে যায়। এটি আত্মঘাতী হামলা ছিল। ঘটনাস্থলের কাছে এক আত্মঘাতী হামলাকারীর দেহাবশেষ পাওয়া গেছে বলে জানান তিনি।
ক্ষয়ক্ষতির বর্ণনা দিয়ে ডিআইজি মহেসার জানিয়েছেন, হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গাড়িটি উল্টে গেলে এর নিচে চাপা পড়ে প্রাণ হারান তিনি। এ ছাড়া আরও ২০ পুলিশ সদস্য ও চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
এদিকে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস বিজেঞ্জো এই হামলার নিন্দা জানিয়েছেন। এমন ‘কাপুরুষোচিত কর্মকাণ্ড’ প্রতিহতের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এ ছাড়া হামলার সঙ্গে যারা জড়িত এবং তাদের সহায়তাকারীদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী।