হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে নির্বাচনী প্রচারণায় ইমরানের দল ঘনিষ্ঠ প্রার্থীকে গুলি করে হত্যা

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বাজাউর জেলায় রেহান জেব খান নামের এক স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এমনটাই জানিয়ে। 

আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। নিহত স্বতন্ত্র প্রার্থীও প্রচারণা গিয়েছিলেন। স্বতন্ত্র এ প্রার্থী পিটিআই ঘনিষ্ঠ। 

পুলিশ জানায়, রেহান জেব খান এলাকায় প্রচার চালাচ্ছেন। এ সময় অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা তাঁর গাড়িতে গুলি চালায়। এরপর তাকে হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান। 

এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

বাজাউর জেলা পুলিশ অফিসার কাশিফ জুলফিকার বলেছেন, ‘টার্গেটেড কিলিং বলে মনে হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় অভিযান চালাচ্ছে।’ 

এই হত্যার তীব্র নিন্দা জানিয়েছে পিটিআই। দলটি বলেছে, পিটিআই ঘনিষ্ঠ প্রার্থী ও জনসমাবেশ কেন্দ্র করে সন্ত্রাসী হামলা করা হচ্ছে, যা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে একটি ‘বড় প্রশ্ন’। 

পিটিআই বলছে, নির্বাচনী সমাবেশে হামলা ও প্রার্থীকে হত্যার দায় তত্ত্বাবধায়ক সরকারকে নিতে হবে। 

এর আগে, বেলুচিস্তানের সিবিতে পিটিআইয়ের একটি সমাবেশে বোমা বিস্ফোরণে চারজন নিহত এবং ছয়জন আহত হয়। 

এদিকে সাইফার মামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়ার পরদিনই আরও বড় দুঃসংবাদ পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার তোশাখানা মামলায় তাকে ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত।

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন