হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে নির্বাচনী প্রচারণায় ইমরানের দল ঘনিষ্ঠ প্রার্থীকে গুলি করে হত্যা

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বাজাউর জেলায় রেহান জেব খান নামের এক স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এমনটাই জানিয়ে। 

আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। নিহত স্বতন্ত্র প্রার্থীও প্রচারণা গিয়েছিলেন। স্বতন্ত্র এ প্রার্থী পিটিআই ঘনিষ্ঠ। 

পুলিশ জানায়, রেহান জেব খান এলাকায় প্রচার চালাচ্ছেন। এ সময় অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা তাঁর গাড়িতে গুলি চালায়। এরপর তাকে হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান। 

এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

বাজাউর জেলা পুলিশ অফিসার কাশিফ জুলফিকার বলেছেন, ‘টার্গেটেড কিলিং বলে মনে হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় অভিযান চালাচ্ছে।’ 

এই হত্যার তীব্র নিন্দা জানিয়েছে পিটিআই। দলটি বলেছে, পিটিআই ঘনিষ্ঠ প্রার্থী ও জনসমাবেশ কেন্দ্র করে সন্ত্রাসী হামলা করা হচ্ছে, যা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে একটি ‘বড় প্রশ্ন’। 

পিটিআই বলছে, নির্বাচনী সমাবেশে হামলা ও প্রার্থীকে হত্যার দায় তত্ত্বাবধায়ক সরকারকে নিতে হবে। 

এর আগে, বেলুচিস্তানের সিবিতে পিটিআইয়ের একটি সমাবেশে বোমা বিস্ফোরণে চারজন নিহত এবং ছয়জন আহত হয়। 

এদিকে সাইফার মামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়ার পরদিনই আরও বড় দুঃসংবাদ পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার তোশাখানা মামলায় তাকে ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত।

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া