হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে সরকারি কর্মচারীদের বেতন ১৫% বাড়ছে

পাকিস্তান সরকার দেশটির সরকারি কর্মচারীদের বেতন ১৫ শতাংশ বাড়িয়েছে এবং তাঁদের মূল বেতনের সঙ্গে অস্থায়ীভাবে পাওয়া ভাতা একীভূত করার অনুমোদন দিয়েছে। স্থানীয় সময় শুক্রবার বাজেট বক্তৃতার সময় এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী মিফতা ইসমাইল। পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাজেট নিয়ে বক্তৃতার সময় অর্থমন্ত্রী মিফতা ইসমাইল বলেন, ‘পাকিস্তানের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বেশি অর্থনৈতিক সংকট চলছে। তবে সরকার সব সময়ই সরকারি কর্মচারীদের সমস্যার ব্যাপারে সচেতন। মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। বিশেষ করে যারা বেতননির্ভর মানুষ, তাদের ওপর।’ 

মিফতা ইসমাইল আরও বলেন, ‘সরকার তার স্বল্প ও আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও মুদ্রাস্ফীতির প্রভাব থেকে কর্মচারীদের বাঁচানোর চেষ্টা করছে।’

পাকিস্তানে দীর্ঘদিন ধরেই সরকারি কর্মচারীরা অস্থায়ীভাবে পাওয়া ভাতা (অ্যাডহক ভাতা) একীভূত করার দাবি জানাচ্ছিলেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, অ্যাডহক ভাতা একীভূত করার ফলে বাড়িভাড়া, পরিবহন ভাতা, চিকিৎসা ভাতা, পেনশন ইত্যাদি বাড়বে। ফলে মূল বেতন বেড়ে যাবে। 

এ ছাড়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের জন্য পেনশন তহবিল গঠন করেছে পাকিস্তান সরকার। অর্থমন্ত্রী বলেছেন, ‘পেনশন তহবিলের জন্য ১০ বিলিয়ন রুপি বরাদ্দ করা হয়েছে।’ এক দিন আগে প্রেসিডেন্ট আরিফ আলভি উচ্চ আদালতের বিচারকদের বেতন ও ভাতা ১০ শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছেন।

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন