পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি বাসে বোমা বিস্ফোরণে ছয় চীনা নাগরিকসহ কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আজ বুধবার এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। একাধিক সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বোমাটি রাস্তার পাশে পোঁতা ছিল নাকি বাসের মধ্যেই ছিল, তা জানা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তান সরকারের এক কর্মকর্তা জানান, বাসটিতে বিস্ফোরণের পর সেটি গভীর গিরিখাতে পড়ে যায়। এতে অনেক হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পাকিস্তানি সেনা রয়েছেন। একজন চীনা প্রকৌশলী এবং একজন পাকিস্তানি সেনা নিখোঁজ রয়েছেন।
পাকিস্তানের হাজারা অঞ্চলের একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা রয়টার্সকে জানান, বাসটি ৩০ জন চীনা প্রকৌশলীকে নিয়ে খাইবার পাখতুনখাওয়ার দাসু জলবিদ্যুৎ প্রকল্পের দিকে যাচ্ছিল।
উল্লেখ্য, দাসু জলবিদ্যুৎ প্রকল্পটি চীনের উদ্যোগে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি অংশ। চীনের পশ্চিমাঞ্চলের সঙ্গে পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় গোয়াদার বন্দরকে সংযোগ করাই এই প্রকল্পের উদ্দেশ্য।