হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির গুজরাটের সন্ত্রাসবিরোধী আদালত। বিচার বিভাগ ও সরকারি কর্মকর্তাদের হুমকি দেওয়ার মামলায় তাঁর বিরুদ্ধে গতকাল শুক্রবার এই পরোয়ানা জারি করা হয়েছে। 

পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক রানা জাহিদ এ পরোয়ানা জারি করেছেন। 

গত বছরের আগস্টে সানাউল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসী মামলা দায়ের করা হয়েছিল। প্রথম তথ্য প্রতিবেদনে (এফআইআর) বলা হয়েছে, ২০২১ সালের ১৫ এপ্রিল এবং ২০২২ সালের ২৯ জানুয়ারি রানা সানাউল্লাহ জনসভায় বক্তৃতা দেওয়ার সময় পাঞ্জাবের পুলিশ কর্মকর্তাদের সন্তানদের হত্যার হুমকি দিয়েছেন। শুক্রবার গুজরাটের সন্ত্রাসবিরোধী আদালত মামলাটি গ্রহণ করেছে। 

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, শুনানির শুরুতে মন্ত্রীর নাম বাদ দিয়ে মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে পেশ করে পুলিশ। বিচারক প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছেন এবং গুজরাটের এসপি (তদন্ত), পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট এবং তদন্তকারী কর্মকর্তাকে নোটিশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ৭ মার্চ মন্ত্রীকে গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। 

মামলার একটি অনুলিপি ডনের হাতে এসেছে। ডন জানিয়েছে, শেখ শেকাজ আসলাম নামের এক ব্যক্তি সন্ত্রাসবিরোধী আইনের ৭ ধারা, ৩৫৩ ধারা, ১৮৯ ধারা ও ৫০৬ ধারায় মন্ত্রীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। 

মামলায় বলা হয়েছে, ‘সানাউল্লাহর বক্তব্যের উদ্দেশ্য ছিল বিচার বিভাগ, পাঞ্জাবের মুখ্য সচিব, কমিশনার এবং দেশের জনগণকে আতঙ্কিত করা। তাঁর উদ্দেশ্য ছিল কর্মকর্তাদের কাজ থেকে বিরত রাখা এবং তাদের আইনগত দায়িত্ব পালনে বাধা দেওয়া।’ 

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ