হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে কলেজ ভ্যানের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, নিহত ৩

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ট্রেনের সঙ্গে একটি কলেজ ভ্যানের সংঘর্ষে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও নয়জন। গতকাল মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ট্রেনটি জারানওয়ালা থেকে লাহোর যাচ্ছিল। বাহরিয়ানওয়ালা এলাকার কাছে পৌঁছালে ট্রেনটির সঙ্গে একটি কলেজ ভ্যানের সংঘর্ষ হয়। এতে তিন কলেজ শিক্ষার্থী নিহত হয়। 

 কর্মকর্তারা জানান, শেখুপুরা জেলায় দুর্ঘটনাটি ঘটে। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে কোনো রেল ক্রসিং ছিল না। দুর্ঘটনার পরই উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। দুর্ঘটনায় আহতদের শেখুপুরার ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিন নারী শিক্ষার্থীর অবস্থায় আশঙ্কাজনক। 

 পাকিস্তানের রেল কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় দুই বছর পর ওই রুটটিতে পুনরায় ট্রেন চলাচল শুরু হওয়ার পরই দুর্ঘটনা ঘটে। জেলা প্রশাসক একটি অস্থায়ী রেল ক্রসিং স্থাপন করলেও সেটি দুর্ঘটনা থামাতে পারেনি। 

 দুর্ঘটনার পরই ভ্যানটির চালক পালিয়েছে। স্থানীয়রা ঘটনার পর ট্রেনটিকে থামিয়ে দেয়। পলাতক ভ্যান চালকের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে। এরই মধ্যে ওই চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

করাচিতে শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের মৃত্যু

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত অর্ধশতাধিক

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান