হোম > বিশ্ব > পাকিস্তান

ইমরান খানের দলকে নিষিদ্ধ করার পরিকল্পনা পাকিস্তান সরকারের 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির হয়ে ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক কারাবন্দী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পার্টিকে (পিটিআই) নিষিদ্ধ করার পরিকল্পনা করছে দেশটির সরকার। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই ঘোষণা দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আতাউল্লাহ তারার এমন এক সময়ে এই ঘোষণা দিলেন যার মাত্র দিন কয়েক আগেই পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির নির্বাচন কমিশনকে পার্লামেন্টে পিটিআইকে ২৩টি সংরক্ষিত আসন বণ্টনের নির্দেশ দিয়েছে। এ ছাড়া প্রাদেশিক পরিষদগুলোতেও সংরক্ষিত আসন বণ্টন করার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। 
 
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, ‘সরকার প্রাপ্ত সব প্রমাণাদি দেখে পিটিআইকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা দলটিকে নিষিদ্ধ করার জন্য একটি মামলা করব।’ এ সময় তিনি গত বছরের মে মাসে পিটিআইয়ে সহিংস বিক্ষোভ, উসকানি এবং গোপন তথ্য ফাঁসসহ অন্যান্য অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, এই মামলাটিকে সুপ্রিম কোর্টে নেওয়া হবে। 

তারার আরও জানান, সরকার ইমরান খান ও তাঁর দলের অন্য দুই জ্যেষ্ঠ নেতা—পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভি ও জাতীয় পরিষদের সাবেক ডেপুটি স্পিকার কাসিম সুরির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনার পরিকল্পনা করেছে। পাশাপাশি পিটিআইকে সংরক্ষিত আসন বরাদ্দ করতে সুপ্রিম কোর্টের যে রায়, তার বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করেছে সরকার বলেও জানান তথ্যমন্ত্রী। 

পাকিস্তান সরকারের এমন পরিকল্পনার বিষয়ে পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা ও মুখপাত্র সাইয়েদ জুলফিকার বুখারি আল জাজিরাকে বলেন, সরকারের সিদ্ধান্ত মূলত ভয়াবহ আতঙ্ক ও বিশ্বাসঘাতকতার ফলাফল। তিনি বলেন, ‘তারা (সরকার) আদালতকে হুমকি দিতে পারে না বা চাপের মধ্যে রাখতে পারে না বা বিচারকদের ব্ল্যাকমেল করতে পারে না বুঝতে পেরে, তারা মন্ত্রিসভার মাধ্যমে এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের থামানোর জন্য তাদের সমস্ত প্রচেষ্টা আদালত কর্তৃক অবৈধ ঘোষণা করা হয়েছে।’

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন