হোম > বিশ্ব > পাকিস্তান

বাড়ি থেকে অফিস যেতে ইমরানের খরচ ৫৫ কোটি পাকিস্তানি রুপি

বাড়ি থেকে অফিস যেতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ব্যবহার করতেন হেলিকপ্টার। তাঁর তিন বছর আট মাসের শাসনামলে এর জন্য পাকিস্তান সরকারের খরচ হয়েছে ৫৫ কোটি পাকিস্তানি রুপি বা সাড়ে ২৫ কোটি টাকা। গতকাল বুধবার পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল এমনটি জানিয়েছেন।

পাকিস্তানের সামা টিভির প্রতিবেদনে বলা হয়, ইমরান খান বানি গালার বাড়ি থেকে সচিবালয়ে যাওয়ার জন্য সব সময় হেলিকপ্টার ব্যবহার করতেন। এ সময় হেলিকপ্টারের জ্বালানিতেই ওই অর্থ খরচ হয়।

 তবে পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বর্তমান অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইলের দাবি প্রত্যাখ্যান করেছেন। ফাওয়াদ চৌধুরীর দাবি, ইমরান খানের যাতায়াতের খরচ প্রতি কিলোমিটারে ছিল মাত্র ৫৫ টাকা। তবে ইসমাইল জানিয়েছেন, তাঁর বক্তব্যকে সমর্থন করার মতো দলিল-প্রমাণ রয়েছে।

পাকিস্তানের অর্থমন্ত্রী আরও জানান, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকার বিদ্যুৎ খাতের জন্য একটি বিশাল ঋণ নিয়েছে। এ ছাড়া প্রাকৃতিক গ্যাস খাতে পাকিস্তান সরকারের ৪০০ কোটি পাকিস্তানি রুপি ঋণ নিয়েছে।

এরই মধ্যে ইমরান খান সরকারের মেয়াদের শেষের দিকে প্রতি মাসে জ্বালানি তেলের জন্য ১৫০ বিলিয়ন পাকিস্তানি রুপি ভর্তুকি দেওয়া হতো। এটি পাকিস্তানের বর্তমান সরকারের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, ক্ষমতায় আসার পরপরই ইমরান খান অফিসে যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করার জন্য সমালোচনার সম্মুখীন হন।

পাকিস্তান সম্পর্কিত পড়ুন:

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন