পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে চলছে বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির অধিবেশন। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাসের জন্য ৩৪২ আসনের মধ্যে বিরোধীদের প্রয়োজন ১৭২টি আসন। বিরোধীদের দাবি, ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাসের জন্য প্রয়োজনীয়সংখ্যক সমর্থন তাদের হাতে রয়েছে।
তবে একক দল হিসেবে কোনো দলেরই সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা নেই। একক দল হিসেবে কেবল ইমরান খানের দলেরই দেড় শতাধিক আসন রয়েছে। দলটির মোট আসনসংখ্যা ১৫৫টি। বিপরীতে প্রধান দুই বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সম্মিলিত আসনসংখ্যা ১৪০টি। আলাদাভাবে এই দল দুটির আসনসংখ্যা যথাক্রমে ৮৪ ও ৫৬টি করে।
এখন স্পষ্ট দেখা যাচ্ছে, মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তানের ৬টি আসন ছাড়া বিরোধীদের হাতে থাকত ১৭০টি। অনাস্থা প্রস্তাব পাসের জন্য প্রয়োজন ১৭২টি।