হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে চীনা প্রকৌশলীদের ওপর বালুচ বিচ্ছিন্নতাবাদীদের হামলা, নিহত ২

পাকিস্তানের বন্দর শহর গাদারের অবকাঠামো প্রকল্পে কর্মরত চীনা প্রকৌশলীদের গাড়িবহরে দুই অস্ত্রধারী হামলা করেছে। দুজনকেই গুলি করে হত্যা করেছে নিরাপত্তাবাহিনী। এ ঘটনায় কোনো চীনা প্রকৌশলী বা পাকিস্তানি নাগরিক আহত হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বর্তমানে গাদারে বেশ কিছু চীনা কাজ করছেন। গাদার হলো বেলুচিস্তান অঞ্চলের একটি বন্দর। এটি ৬ হাজার কোটি ডলারের চীন–পাকিস্তান ইকোনমিক করিডর প্রকল্পের অংশ। এই প্রকল্প চীনের জিনজিয়াং রাজ্যের সঙ্গে বেলুচিস্তানকে যুক্ত করবে।

আজ রোববারের এই ঘটনার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। সংগঠনটি এই এলাকায় চীনা বিনিয়োগের বিরোধিতা করে আসছে। তারা বলছে, এই বিনিয়োগ স্থানীয় মানুষের কোনো উপকারে আসবে না। 

বেলুচিস্তান লিবারেশন আর্মি এর আগেও চীন–পাকিস্তান ইকোনমিক করিডরের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রকল্পে হামলা করেছে। 

আজ সকালে বিচ্ছিন্নতাবাদী দলটি এক বিবৃতিতে বলে, ‘আর্মির আত্মঘাতী দল মজিদ ব্রিগেড আজ গাদারের চীনা প্রকৌশলীদের গাড়িবহরে হামলা করেছে। এই হামলা চলবে।’ 

পাকিস্তানি সিনেটর সরফরাজ বুগতি টুইটারে বলেন, ‘আমি গাদারে চীনা কর্মীদের গাড়িবহরে জঘন্য জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সৌভাগ্যবশত কোনো প্রাণহানি ঘটেনি। খবর এসেছে যে হামলা প্রতিহত করা হয়েছে। আক্রমণকারীদের হত্যা করা হয়েছে।’ 

বুগতি আরও বলেন, ‘আমাদের সেনাবাহিনী সাহসের সঙ্গে তাদের হীন পরিকল্পনায় বাধা দেওয়ায় জঙ্গি বাহিনী দিনদিন বিচ্ছিন্ন হয়ে পড়ছে। পাকিস্তানে যারা কুনজর দেবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’ 

এদিকে চীন–পাকিস্তান ইকোনমিক করিডর প্রকল্পের বিরোধিতা করে আসছে ভারত। ভারতের দাবি এটি দিল্লি নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের অংশ। তবে চীন বলছে, এই প্রকল্পে সীমান্ত বিরোধের কিছু নেই।

এর আগে ২০২২ সালের এপ্রিলে করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটে যাওয়ার সময় পাকিস্তানি চালকসহ তিন চীনা নাগরিক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। বেলুচিস্তান লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছিল। 

বেলুচিস্তান পাকিস্তানের কম জনবসতিপূর্ণ এবং খনিজ সম্পদে সমৃদ্ধ একটি প্রদেশ।

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন