হোম > বিশ্ব > পাকিস্তান

দ্রুত অর্থ ছাড়ের অনুরোধ জানাতে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সেনা প্রধান

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যেন দ্রুত পাকিস্তানকে ঋণের অর্থ পাঠায়, তার অনুরোধ জানাতে যুক্তরাষ্ট্রে গেছেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার বাজওয়া। স্থানীয় সময় শুক্রবার কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।

এদিকে জাপানভিত্তিক গণমাধ্যম নিক্কেই এশিয়া জানিয়েছে, পাকিস্তানের বৈদেশিক রিজার্ভ দ্রুত কমছে। বড় ধরনের ধাক্কা সামলাতে ইসলামাবাদ বিভিন্ন জায়গা থেকে তহবিল সংগ্রহ করতে মরিয়া হয়ে উঠেছে। জেনারেল বাজওয়া ইতিমধ্যে মার্কিন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি শেরম্যানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

এ ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আসিম ইফতিখারকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আমি বুঝতে পারছি, তাঁদের মধ্যে ফোনালাপ হয়েছে। কিন্তু কী বিষয় নিয়ে কথা হয়েছে, সে ব্যাপারে আমি জ্ঞাত নই।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, তারা মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে ফোনালাপের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করলে একজন মুখপাত্র বলেছেন, ‘মার্কিন কর্মকর্তারা নিয়মিত পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। কিন্তু নিয়মানুযায়ী আমরা ব্যক্তিগত কূটনৈতিক কথোপকথনের বিষয়ে কোনো মন্তব্য করি না।’

নিক্কেই এশিয়া বলেছে, অবিলম্বে ১ দশমিক ২ বিলিয়ন ডলার ঋণ সরবরাহ করার জন্য আইএমএফকে চাপ দিতে হোয়াইট হাউস ও ট্রেজারি ডিপার্টমেন্টকে অনুরোধ করেছেন জেনারেল বাজওয়া। একটি নতুন ঋণ কর্মসূচির আওতায় এ তহবিল পাওয়া কথা রয়েছে পাকিস্তানের। ইতিমধ্যে ঋণের জন্য ‘স্টাফ-লেভেল অনুমোদন’ দেওয়া হয়েছে। এখন আইএমএফের ঋণদাতা বোর্ড চূড়ান্ত অনুমোদন দেওয়ার পরেই ঋণ ছাড়ের প্রক্রিয়া শুরু হবে।

আইএমএফের একজন কর্মকর্তা বলেছেন, আগামী তিন সপ্তাহের জন্য ‘কর্ম অবকাশে’ যাচ্ছে আইএমএফ। ফলে আইএমএফের বোর্ড আগস্টের শেষ পর্যন্ত কোনো সভা করবে না। পাকিস্তানের ঋণ অনুমোদনের জন্য এখনো কোনো সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি। 

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন