হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার একটি বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই অভিনন্দন জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

একটি বিবৃতিতে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র নবনির্বাচিত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানায়। আমরা পাকিস্তান সরকারকে দীর্ঘস্থায়ী সহযোগিতা অব্যাহত রাখার জন্য উন্মুখ হয়ে আছি। মার্কিন যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক পাকিস্তানকে  উভয় দেশের স্বার্থের জন্য অপরিহার্য বলে মনে করে।’   

প্রসঙ্গত, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) সভাপতি শাহবাজ শরিফ। গত সোমবার বিকেলে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে তাঁর পক্ষে ১৭৪টি ভোট পড়ে। এক দিন আগে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান।

পাকিস্তানের এখনো কোনো প্রধানমন্ত্রী পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে পারেননি। ইমরান  খানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করে তাঁকে ক্ষমতা থেকে সরিয়েছে। তবে এটি প্রমাণ হলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। 

পাকিস্তানের পার্লামেন্টে শাহবাজ শরিফ বলেন, ‘যদি আমাদের বিরুদ্ধে একটি অণু পরিমাণ প্রমাণ সরবরাহ করা হয়, আমি অবিলম্বে পদত্যাগ করব।’ 

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান