হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৩

ঢাকা: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় শুক্রবার ভোরে বিপজ্জনক মোড় নেওয়ার সময় বাস খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া ৪৮ জন আহত হয়েছেন। খুজদার সিভিল হাসপাতালের মেডিকেল সুপার ইসমাইল বাজোইয়ের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন। 

এর আগে খুজদারের ডেপুটি কমিশনার বাশির আহমেদ ১৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে ডনকে বলেন, বাসের ১৫ জন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। বাকিদের মৃত্যু হয় হাসপাতালে নয়তো হাসপাতালে নেওয়ার পথে। তিনি আরও বলেন, বাসের যাত্রীরা ওয়াধ শহরে সুফি সাধক আবদুল কাদের নকশবন্দির মাজারে বার্ষিক ওরস থেকে ফিরছিলেন। পথে সিন্ধু প্রদেশের দাদু শহরে দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিল। বাসের ছাদে চড়েও অনেকে ফিরছিলেন। নিহত সবাই সিন্ধু প্রদেশের বাসিন্দা। 

বার্তা সংস্থা এপিকে দুর্ঘটনায় আহত এক যাত্রী বলেন, গাড়ি সাবধানে চালাতে চালককে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি বেপরোয়াভাবে চালাচ্ছিলেন। এমনকি গাড়ি চালানোর সময় তিনি গানও শুনছিলেন। এই দুর্ঘটনার জন্য বাসের চালকই দায়ী। 

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড