হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৩

ঢাকা: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় শুক্রবার ভোরে বিপজ্জনক মোড় নেওয়ার সময় বাস খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া ৪৮ জন আহত হয়েছেন। খুজদার সিভিল হাসপাতালের মেডিকেল সুপার ইসমাইল বাজোইয়ের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন। 

এর আগে খুজদারের ডেপুটি কমিশনার বাশির আহমেদ ১৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে ডনকে বলেন, বাসের ১৫ জন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। বাকিদের মৃত্যু হয় হাসপাতালে নয়তো হাসপাতালে নেওয়ার পথে। তিনি আরও বলেন, বাসের যাত্রীরা ওয়াধ শহরে সুফি সাধক আবদুল কাদের নকশবন্দির মাজারে বার্ষিক ওরস থেকে ফিরছিলেন। পথে সিন্ধু প্রদেশের দাদু শহরে দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিল। বাসের ছাদে চড়েও অনেকে ফিরছিলেন। নিহত সবাই সিন্ধু প্রদেশের বাসিন্দা। 

বার্তা সংস্থা এপিকে দুর্ঘটনায় আহত এক যাত্রী বলেন, গাড়ি সাবধানে চালাতে চালককে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি বেপরোয়াভাবে চালাচ্ছিলেন। এমনকি গাড়ি চালানোর সময় তিনি গানও শুনছিলেন। এই দুর্ঘটনার জন্য বাসের চালকই দায়ী। 

করাচিতে শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের মৃত্যু

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত অর্ধশতাধিক

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান