বড় বিপদ থেকে বেঁচে গেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। বর্তমানে রয়েছেন শঙ্কামুক্ত। ইমরান খান প্রাণে বেঁচে যাওয়ায় তাঁর প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ স্বস্তি প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ইমরানকে বাঁচাতে এগিয়ে আসা যুবকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
আজ শুক্রবার টুইটারে ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ লেখেন, আমাদের সন্তানদের পক্ষ থেকে ওই সাহসী যুবককে ধন্যবাদ জানাই, যিনি ভিড়ের মাঝে অস্ত্রধারীদের সামনে থেকে ইমরানকে বাঁচিয়েছেন।
এর আগে লাহোরের শওকত খানম হাসপাতালের বাইরে ডা. ফায়সাল সুলতান সাংবাদিকদের বলেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে শঙ্কামুক্ত আছেন। তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। এক্স-রে এবং স্ক্যানে দেখা গেছে, ইমরানের গুলিবিদ্ধ পায়ে বুলেটের টুকরা রয়ে গেছে। বুলেটের টুকরা বের করার জন্য তাঁকে অপারেশনের থিয়েটারে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, জেমিমা গোল্ডস্মিথ হলেন ইমরান খানের প্রথম স্ত্রী। ১৯৯৫ সালে যুক্তরাজ্যের নাগরিক জেমিমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইমরান খান। পরে অবশ্য ২০০৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। জেমিমা গোল্ডস্মিথ বর্তমানে যুক্তরাজ্যেই বসবাস করেন।
আরও পড়ুন: