হোম > বিশ্ব > পাকিস্তান

বেলুচিস্তানে ড্রোন হামলার পর ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল পাকিস্তান

পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইসলামাবাদ। তেহরান থেকেও নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে দেশটি।

আজ বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালুচ সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিওটিভির প্রতিবেদন অনুসারে, ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালুচ বলেন, ‘ইরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা এবং পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রদূত এ মুহূর্তে নিজ দেশেই রয়েছেন এবং সম্ভবত তিনি এখন আর ফিরবেন না।’

ইরান বেলুচিস্তানে ‘সন্ত্রাসী ঘাঁটি’তে হামলা চালানোর দাবি করার পরই এ সিদ্ধান্ত নিল পাকিস্তান। গতকাল মঙ্গলবার বেলুচিস্তানের পাঞ্জগুর এলাকায় জইশ আল-আদল নামে সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে তেহরান। হামলায় দুই শিশু নিহত ও তিন নারী আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।

এর আগে, জইশ আল-আদল পাকিস্তানসংলগ্ন সীমান্ত এলাকায় ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। জবাবে ইরান পাকিস্তানের অভ্যন্তরে গোষ্ঠীটির ঘাঁটিতে হামলা চালায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইরাক ও সিরিয়ার ‘মোসাদ ও সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ ক্ষেপণাস্ত্র হামলার এক দিন পর বেলুচিস্তানে এই হামলা চালাল ইরান।

ইরানের হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছে ইসলামাবাদ। ইরানের এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জাতিসংঘ চার্টারের উদ্দেশ্য ও নীতির লঙ্ঘন বলে দাবি করছে দেশটি।

মমতাজ জাহরা বলেন, ‘অবৈধ এ হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর কোনো ধরনের যৌক্তিকতা থাকতে পারে না। এই বেআইনি কাজের জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে। এর পরিণতির দায় সম্পূর্ণভাবে ইরানের ওপর বর্তাবে।’

মুখপাত্র আরও বলেন, পাকিস্তান ও ইরানের মধ্যে চলমান বা পরিকল্পিত সব উচ্চপর্যায়ের সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন