হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানি অভিনেতা ফিরোজের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ সাবেক স্ত্রীর

পাকিস্তানি অভিনেতা ফিরোজ খানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছেন তাঁর সাবেক স্ত্রী আলিজা সুলতানা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলিজা সুলতানা ২০২০ সাল থেকে চলতি বছর পর্যন্ত ফিরোজ খানের মাধ্যমে নির্যাতিত হয়েছেন বলে অভিযোগ করেছেন। এক বিবৃতিতে আলিজা নির্যাতনের সব তথ্য-প্রমাণ প্রকাশ করেছেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে। 

চলতি বছরের সেপ্টেম্বরে ফিরোজের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার পর আলিজা এক বিবৃতিতে জানান, বিয়ের পর থেকেই ফিরোজ তাঁকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন। এ বিষয়ে ফিরোজ এত দিন চুপ থাকলেও সম্প্রতি এ ঘটনায় তিনিও মুখ খুলেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

ইন্টারনেটে এ নিয়ে এত দিন নিন্দার শিকার হয়ে ফিরোজ এক বিবৃতিতে বলেছেন, ‘আমি ফিরোজ খান, আমার বিরুদ্ধে আনা সব মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। এ বিষয়ে আমি দরকার হলে আইনি সহায়তা নেব। আমি আরও বলতে চাই, আমি রাষ্ট্রের আইনের প্রতি অনুগত একজন নাগরিক। জীবদ্দশায় সজ্ঞানে কখনো কাউকে আঘাত করিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সব বানোয়াট ও ভিত্তিহীন।’

করাচিতে শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের মৃত্যু

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত অর্ধশতাধিক

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান