হোম > বিশ্ব > পাকিস্তান

ইমরান খান ছাড়া পিটিআইয়ের আরও যেসব নেতা গ্রেপ্তার 

এবার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) ভোরে কুরেশিকে গিলগিট বালতিস্তানের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ইসলামাবাদ পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন ও জিও নিউজ।

এর আগে বুধবার গভীর রাতে পিটিআইয়ের মহাসচিব আসাদ উমরকে গ্রেপ্তার করা হয়। পিটিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে জামশেদ ইকবাল চিমা, ফালাকনাজ চিত্রালি, মুসাররাত জামশেদ চিমা ও মালেকা বোখারিকে। 

এক টুইটার পোস্টে ইসলামাবাদ পুলিশ জানায়, সহিংস বিক্ষোভ উসকে দেওয়ার অভিযোগে পিটিআই নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে গুজব ছড়ালে এবং সহিংসতা উসকে দিলে ভবিষ্যতে আরও অনেককে গ্রেপ্তার করা হতে পারে বলে সতর্ক করে পুলিশ। 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের পর থেকেই বিক্ষোভ-সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইমরান সমর্থকদের সংঘর্ষে এখন পর্যন্ত বেশ কয়েকজনের নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় ৩০০ জন। গ্রেপ্তার করা হয়েছে প্রায় ২ হাজার বিক্ষোভকারীকে। 

এর আগে গত মঙ্গলবার পৃথক মামলার শুনানিতে অংশ নিতে রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে গিয়েছিলেন ইমরান খান। হাইকোর্ট চত্বর থেকে তাঁকে আধাসামরিক বাহিনী রেঞ্জারসের সহায়তায় গ্রেপ্তার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। আল-কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এনএবি। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একটি বিশেষ আদালত। গতকাল বুধবার তাঁকে ওই আদালতে নেওয়া হয়। 

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া